Tuesday, November 11, 2025

মোদি-শাহকে ”নাথুরাম বানাই জোড়ি” কটাক্ষ, বিজেপিকে টুকরো টুকরো করার শপথ কানাইয়ার

Date:

দিল্লির JNU-তে ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট থাকালীন প্রথমবার রাজনীতির পাদপ্রদীপে আসা। তারপর বিজেপির (BJP) বিরুদ্ধে তাঁর সেই তোলপাড় করা “আজাদি” স্লোগান দেশের নবীন প্রজন্মের গায়ে কাঁটা দেয়। এই স্লোগানের জন্য মোদি-অমিত শাহদের রোষের মুখে পড়ে জেলযাত্রা পর্যন্ত হয়েছিল। বিচ্ছিন্নবাদী, সন্ত্রাসবাদী, পাকিস্তানি, টুকরে টুকরে গ্যাং ইত্যাদি তকমা তাঁর ও তাঁর সঙ্গী-সাথীদের গায়ে সেঁটে দিয়েছিল বিজেপি। সেই সিপিআই ((CPI) নেতা কানাইয়া কুমার (Kanaiya Kumar) এখন দল ছেড়ে কংগ্রেসের (Congress) হাত ধরেছেন। লক্ষ্য ২০২৪ লোকসভা নির্বাচনে দেশ থেকে বিজেপিকে উৎখাত করা।
কেন বামপন্থী দল ছেড়ে কংগ্রেসে? কানাইয়ার উত্তর, রাহুল গান্ধীকে (Rahul Gandhi) দেখেই কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত। একইসঙ্গে কংগ্রেসের ঝান্ডার তলায় থেকে বিজেপিকে টুকরো টুকরো করা।
কানহাইয়া কুমার ও তাঁর সঙ্গী সাথীদের ”টুকড়ে টুকড়ে গ্যাং” বলেছিলেন বিজেপি নেতারা। সেই শব্দবন্ধেই এবার গেরুয়া শিবিরকে নিশানা করলেন JNU-এর প্রাক্তন ছাত্র নেতা। তাঁর কথায়, ”আমায় টুকরে টুকরে গ্যাং বলে তকমা দিয়েছে বিজেপি। আমি ওদের টুকরো টুকরো করব। গান্ধীকে নয় গডসেকে দেশের পিতা হিসেবে দেখে ওরা। খালি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে গান্ধীভক্তি দেখায়।” মোদি-শাহকে ”নাথুরাম বানাই জোড়ি” বলেও খোঁচা দিয়েছেন কানহাইয়া।
রাহুলকে গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে কানাইয়া বলেন, “দেশের যুব সম্প্রদায় মনে করছে, রাহুল গান্ধী সৎ ও সাহসী, নির্ভীক একজন নেতা। তাঁর লড়াইয়ে সত্যতা রয়েছে। অনেকে নানা ধরনের প্রস্তাব দেন। কিন্তু যুবকদের সামনের সারিতে নিয়ে যেতে চান রাহুলজি। তাঁর  মধ্যে মমত্ব আছে।”  তিনি আরও জানান, কংগ্রেসকে শক্তিশালী করতেই তাঁর দলবদল। স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়ার ঐতিহ্য রয়েছে কংগ্রেসের।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version