কালিয়াচকে যুবক খুন- কাণ্ডে রায় দিল মালদহ জেলা আদালত

কালিয়াচকে যুবক খুন কাণ্ডে রায় দিল মালদহ জেলা আদালত। তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচজনের তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। এদিন মালদহ জেলা ফোর্থ কোট এই রায় দেয়। গত ২৬/০৬/২০১১ তারিখে বৈষ্টম নগর থানার নিয়োগী নগর এলাকায় রাকেশ সিংহ নামে এক যুবককে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। এই ঘটনায় বৈষ্ণবনগর থানায় মোট ১৯ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। প্রায় ১০ বছর মামলা চলার পর শুক্রবার এই মামলার রায় দেয় মালদহ জেলা আদালত। শুক্রবারের আদালতের রায় দানের পর মৃতের পরিবার জানিয়েছেন, ১০ বছর পর আজ রায় হল। রায়ে নিখিল সিংহ, গৌতম সিংহ এবং অসীম সিংয়ের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে অখিল সিংহ, সুজিত সিংহ, মাধব সিংহ, তারাপদ সিংহ এবং পঙ্কজ সিংয়ের তিন বছরের কারাদণ্ড এবং অনাদায়ে আরো ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান তারা।

 

advt 19

 

Previous article১০ মাসের শিশুর ওপর অমানবিক অত্যাচার, ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার পরিচারিকা
Next articleপরিবেশ বাঁচাতে দিনহাটাকে ‘সবুজে’ মুড়ে দিয়েছেন গাছপ্রেমী উমাশঙ্কর