Tuesday, May 6, 2025

পরিবেশ বাঁচাতে দিনহাটাকে ‘সবুজে’ মুড়ে দিয়েছেন গাছপ্রেমী উমাশঙ্কর

Date:

গাছ লাগানোই তার নেশা৷ যখন সুযোগ পান গাছ লাগান তিনি৷ ব্যাক্তিগত ভাবে এমন উদ্যোগ নিয়েছেন। সবুজকে বাঁচাতে তার এই সংগ্রাম। দিনের বেশিরভাগ সময় গাছেদের নিয়ে ভালো থাকেন। দিনহাটা জুড়ে কয়েক হাজার ফুল ফল বনৌষধির গাছ লাগিয়েছেন তিনি৷ উমাশঙ্কর সরকারের এই ব্যাক্তিগত উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে। নিতান্তই একার উদ্যোগে প্রায় তিরিশ বছর ধরে এভাবেই নিঃশব্দে সবুজ পৃথিবী গড়ে তোলার লড়াই শুরু করেছেন তিনি। আম জাম কাঠাল, হরিতকী, অর্জুন, আমলকি, দেবদারু সহ নানা ফুল গাছ লাগিয়েছেন তিনি। সিভিল ডিফেন্সে অস্থায়ী চাকুরি করতেন তিনি। বিয়ে করেন নি। তবে তার সংসারে সদস্য কম নয়। গাছেদের নিয়ে তার সংসার৷ দিনহাটা শহরের বোর্ডিং পাড়ার বাড়ি থেকে নিয়মিত ভাবে গাছের চারা নিয়ে বেড়িয়ে পরেন। এরপর রাস্তার দুপাশে উপযুক্ত ফাঁকা জায়গায় লেগে পড়েন তা রোপন করতে৷ কখনো কখনো টাকার অভাবে ধার করেও গাছের চারা কিনে নিজের এই লড়াই চালিয়ে গিয়েছেন৷ সরকারি সুবিধা পেলে তিনি আরও তার লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন বছর ষাটের এই যোদ্ধা৷ কংক্রিটে মুড়ছে শহর৷ সবুজ হারিয়ে ফ্যাকাসে হয়েছে চারিদিক৷ তার মাঝে নিজের মত করে জোর সওয়াল। সবুজকে বাঁচাতে আজীবনের লড়াই দিনহাটার উমাশঙ্কর সরকারের। রাস্তার পাশে গাছ লাগানোই তার নেশা। গাছ লাগিয়েই তার দায়িত্ব শেষ হয়না। বাঁশের খাচা বানিয়ে সেই চারা গাছকে যত্ন করে বড় করেও তোলেন তিনি। উমাশঙ্করবাবু বলেন গাছ কেটে ফেলা হচ্ছে। হারিয়ে যাচ্ছে সবুজ। আরও বেশি করে গাছ লাগাতে হবে সকলকে। তিনি গাছ লাগানোর পাশাপাশি সাধারন মানুষকে সচেতন করেন যাতে গাছ লাগান ও তার যত্ন করেন।

 

 

Related articles

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...
Exit mobile version