Saturday, August 23, 2025

প্রতারণার শিকার খোদ পুলিশের কনস্টেবল, ফোন করে জানিয়ে তোলা হল টাকা

Date:

এবার এক পুলিশকর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিল প্রতারকরা। ফোন করে জানিয়ে এটিএম থেকে দফায় দফায় টাকা তুলে নিল তারা। কলকাতা পুলিশের কনস্টেবল কবীর মণ্ডল সন্তোষপুরের বাসিন্দা। জানা গিয়েছে, শুক্রবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের খিদিরপুর শাখায় ওই পুলিশকর্মীর অ্যাকাউন্টে বেতনের টাকা জমা পড়ে। অভিযোগ, এরপর দুপুরে পুলিশ কর্মী কবীর মণ্ডলকে ফোন করে জানিয়ে পাঁচ দফায় ৫০ হাজার টাকা তুলে নেওয়া হয়।

আরও পড়ুন: ভ্যাকসিন দেওয়ার পরেই খোলা হবে স্কুল-কলেজ, সাফ জানালেন শিক্ষামন্ত্রী

জানা গিয়েছে, ঢাকুরিয়ার এটিএম থেকে প্রতারকরা টাকা ওই টাকা তুলেছে। ওই কনস্টেবলের দাবি, অ্যাকাউন্ট বা এটিএম কার্ড সংক্রান্ত তথ্য কাউকে তিনি দেননি। তারপরও টাকা তোলা হয়েছে।

ইতিমধ্যেই লেক থানায় অভিযোগ দায়ের করেছেন কবীর মণ্ডল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কয়েকদিন আগে একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলেছিলেন কবীর। সেসময়ই জালিয়াতরা তাঁর কার্ড ক্লোন করেন বলে অনুমান তদন্তকারীদের। সেখান থেকেই স্কিমারের সাহায্যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়েছে জালিয়াতরা। তবে ফের কি ক্লোন, স্কিমারের সাহায্য নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করতে শুরু করেছে চোরেরা?

 

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version