Friday, November 28, 2025

৫৮ হাজার বিভীষিকা! এই সংখ্যা কিছুতেই পিছু ছাড়ছে না প্রিয়াঙ্কার

Date:

Share post:

৫৮ হাজার। এই একটি সংখ্যা। তা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়ালের! ৫৮ হাজার যেন বিভীষিকা প্রিয়াঙ্কার কাছে! কিন্তু কেন?

মমতা নামক বাঘের মুখে পড়ে নিশ্চিত হার। সেটা ভবানীপুর উপনির্বাচনে বিজেপি ও তাদের প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালও জানতেন। কিন্তু প্রচারের আলোয় নিজেকে আলোকিত করার অপচেষ্টায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন আইনজীবী প্রিয়াঙ্কা। যা কার্যত গ্যাস খাওয়ার সামিল।

যাইহোক, অনেক দৌড়ঝাঁপ করার পর রবিবার ভবানীপুর উপনির্বাচনে ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ৫৮ হাজার ৮৩৫ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ফলপ্রকাশের পরই প্রিয়াঙ্কা টিবরেওয়ালের ৫৮ হাজারি ”গাঁট” নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। যা সোশ্যাল মিডিয়াতেও ট্রোল।

প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনে এন্টালি কেন্দ্র থেকে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু ওই কেন্দ্রেও বিজেপি প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কা টিবরেওয়াল তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহার কাছে ৫৮,২৫৭ ভোটে পরাজিত হয়েছিলেন। অর্থাৎ, মাত্র কয়েক মাসের ব্যবধানে ব্যাক টু ব্যাক প্রিয়াঙ্কার হারের ব্যবধান সেই ৫৮ হাজার!

তবে গো-হারা হেরেও কোনও অনুশোচনা বিজেপি প্রার্থীর। ভাঙবো তবু মচকবো না ফর্মুলাতে প্রিয়াঙ্কার দাবি, ”দল হারলেও ভবানীপুরের নির্বাচনে আমি ম্যান অফ দ্য ম্যাচ। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েও আমি ২৫ হাজারের বেশি ভোট পেয়েছি। আমি আমার কাজ তাই চালিয়ে যাব।”

আবার প্রিয়াঙ্কা এই বিপর্যয়ের পর তাঁর দল বিজেপির দিকেই আঙুল তুলেছেন। তাঁর কথায়, ”আমি স্বীকার করতে বাধ্য নিচ্ছি, ভবানীপুরে আমাদের দলের সংগঠনের দুর্বলতা ছিল। ভোটে জেতার জন্য যে সাংগঠনিক শক্তির প্রয়োজন হয়, তা আমাদের ছিল না। একজন নেতা কখনও নির্বাচন জেতেন না, একজন নেতা কখনও নির্বাচন হারেন না। জেতে বা হারে সংগঠন।” অর্থাৎ, ভবানীপুরে বিজেপি তাঁকে বাঘের মুখে ছেড়ে কার্যত মজা দেখছিল, এদিন অভিমানী প্রিয়াঙ্কার মন্তব্যেই সে কথা স্পষ্ট।”

কিন্তু রাজনৈতিক মহলে চর্চা সেই ৫৮ হাজার! এই সংখ্যাই যেন বিভীষিকা প্রিয়াঙ্কার কাছে। এই সংখ্যা কিছুতেই পিছু ছাড়ছে না প্রিয়াঙ্কার!!!

আরও পড়ুন- ‘হাইকোর্টের রায়ে নন্দীগ্রামে আবার গণনা হলে জিতবেন মমতাই’, মন্তব্য অনুব্রতর

advt 19

 

spot_img

Related articles

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ ছেলে...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...