মিলল না জামিন, মাদককাণ্ডে ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে শাহরুখপুত্র আরিয়ান

মিলল না জামিন মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খানকে ৭ তারিখ পর্যন্ত এনসিবি হেফাজতের নির্দেশ দিল মুম্বইয়ে এসপ্ল্যানেড কোর্ট। জামিনের অভিযোগ খারিজ করে দিল আদালত।

আরয়ানের সঙ্গে তাঁর দুই বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন দধিচাকে এনসিবি রিমান্ডে রাখার সিদ্ধান্ত নেয় আদালত। বিচারক জানান, গোটা বিষয়টি এই মুহূর্তে অগ্রাধিকার পাচ্ছে। সেই কারণেই এখনই জামিন দেওয়া সম্ভব না। আরিয়ানের আইনজীবীর পক্ষে এ দিন বিচারবিভাগীয় হেফাজত ও জামিনের আর্জি জানানো হয়েছিল। যা খারিজ করে দেয় আদালত।

আরও পড়ুন-কংগ্রেসের সঙ্গে সম্পর্কে ইতি! উপনির্বাচনে চার কেন্দ্রে একতরফা প্রার্থী ঘোষণা বামেদের

শুনানির গোড়াতে এনসিবি-র তরফে ১৩ অক্টোবর পর্যন্ত আরিয়ানদের রিমান্ডে চাওয়া হয়েছিল। কিন্তু তা দেওয়া হয়নি। এনসিবির আইনজীবী আদালতকে বলেন, তাঁদের উদ্দেশ্য মাদক-মুক্ত সমাজ তৈরি করা। তাই শুধুমাত্র পরিমাণে কম থাকলেই কেউ দাবি করতে পারেন না যে তাঁর জামিন মঞ্জুর করা হোক। উল্লেখ্য, আরিয়ানের কাছে উদ্ধার হওয়া ড্রাগসের পরিমাণ কিছুটা বেশি ছিল। এবং তাঁর বন্ধুদের কাছেও ছিল এ কথাও আদালতে উল্লেখ করে এনসিবি।

advt 19

 

Previous articleক্যান্সারে আক্রান্ত স্বামী, পাশে থাকার আশ্বাস তৃণমূল সভাপতির
Next articleকাজের অবসরে নিজেই দেবীমূর্তি গড়ে মায়ের পুজো করেন গোপাল