Thursday, November 6, 2025

গাড়ির মালিককে গ্রেফতার করা উচিত: লখিমপুর খেরি কাণ্ডে কংগ্রেসের সুরে তোপ বরুণ গান্ধীর

Date:

খাতায়-কলমে তিনি বিজেপি সাংসদ(BJP MP) হলেও কৃষক(Farmer) সমস্যায় দলের বিরুদ্ধে তোপ দাগতে ছাড়েননি আগেও। সম্প্রতি উত্তরপ্রদেশের(Uttar Pradesh) লখিমপুরের(Lakhimpur Kheri) ঘটনায় এবার পার্টি লাইনের বাইরে গিয়ে কার্যত কংগ্রেসের সুর শোনা গেল বিজেপি সাংসদ বরুণ গান্ধীর(Barun Gandhi) গলায়। যে গাড়ি সেদিন কৃষকদের পিষে মেরেছিল সেই গাড়ির মালিককে গ্রেফতার করার দাবিতে এদিন সরব হলেন বরুণ।

কৃষক মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তার ছেলেকে গ্রেফতারের দাবি তুলে রীতিমতো তোপ দাগলেন ওই বিজেপি সাংসদ। এ প্রসঙ্গে টুইটারে তিনি লেখেন, “লখিমপুর খেরিতে যেভাবে কৃষকদের ইচ্ছাকৃতভাবে পিষে দেওয়া হল, সেটা যে কোনও ব্যক্তির আত্মায় আঘাত করতে বাধ্য। পুলিশের উচিত এই ভিডিওটি দেখে গাড়ির মালিকদের সনাক্ত করে গ্রেপ্তার করা।” শুধু তাই নয় সেদিনের ঘটনায় যোগী সরকারকে ইতিমধ্যেই চিঠি লিখেছেন বরুণ। যে চিঠিতে সরকার ও রাজ্য প্রশাসনকে রীতিমতো তুলোধনা করা হয়েছে।

আরও পড়ুন:তরুণ বাঙালি ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে চান রতন টাটা!

উল্লেখ্য, গত রবিবার লখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ি পিষে দেয় ৪ কৃষককে। মর্মান্তিক এই ঘটনায় রীতিমতো উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। সে রাতেই মৃত কৃষকের পরিবারের সঙ্গে দেখা করতে লখিমপুর যাওয়ার চেষ্টা করেন প্রিয়াঙ্কা গান্ধী। যদিও সিতাপুরে তাকে আটক করে পুলিশ। এরপর গত মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়। অন্যদিকে এই ঘটনায় খালিস্তানি যোগের দাবি তুলেছে বহু বিজেপি নেতা। তবে সেসবকে ফুৎকারে উড়িয়ে পার্টি লাইনের বাইরে গিয়ে রীতীমতো সরব হতে দেখা গেল খোদ বিজেপি সাংসদ বরুণ গান্ধীকে।

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version