বিরিহাঁড়ির পুজো মণ্ডপে লক্ষ্মীর ভাণ্ডা

এক সময় মাওবাদী প্রভাবিত ছিল ঝাড়গ্রাম জেলার জঙ্গল ঘেরা বিরিহাঁড়ি গ্রাম। এখন সেই মাও আতঙ্ক উধাও। এবারের পুজোতে বিরিহাঁড়ির পুজো মণ্ডপ সেজে উঠছে রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচির বিভিন্ন প্রকল্পের সাজে।

পুজোর থিমের নাম দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। ঝাড়গ্রাম শহর থেকে ৭-৮ কিলোমিটার দূরে বিরিহাঁড়ি গ্রাম । ঝাড়গ্রাম শহরের নামী স্কুল কুমুদ কুমারী ইনস্টিটিউটের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। সেই মণ্ডপে কন্যাশ্রী, সবুজ সাথী, রূপোশ্রী, লক্ষীর ভাণ্ডারের মতো বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা দিতে তৈরি হচ্ছে একাধিক কাউন্টার। জোরকদমে চলছে মণ্ডপ তৈরির কাজ।

আরও পড়ুন- রাজ্যবাসীকে মহালয়ার শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, শুভেচ্ছা জ্ঞাপন অভিষেকেরও
বিরিহাঁড়ি পুজো কমিটির তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যের দুয়ারে সরকার প্রকল্পের সব কিছুই থাকবে মণ্ডপের অন্দরে। সাধারণ মানুষ রাজ্য সরকারের যে প্রকল্পের সুবিধা পাচ্ছেন, সেটা তাদের পুজোর থিম। লক্ষীর ভাণ্ডার প্রকল্প মানুষ সব থেকে বেশি আগ্রহ দেখিয়েছেন। তাই থিমের নাম লক্ষ্মীর ভাণ্ডার রাখা হয়েছে।”

করোনার কথা মাথায় রেখে অনেকটা ফাঁকা জায়গা নিয়ে পুজো মণ্ডপ হচ্ছে। বাড়ানো হচ্ছে স্বেচ্ছাসেবকের সংখ্যাও। করোনা বিধি মেনেই সব হবে।

advt 19

 

Previous articleরাজ্যবাসীকে মহালয়ার শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, শুভেচ্ছা জ্ঞাপন অভিষেকেরও
Next articleদেশের মাটিতে বেশি করে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করার ভাবনায় বিসিসিআই : সূত্র