Sunday, August 24, 2025

লখিমপুরকাণ্ডে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের, স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ যোগী সরকারকে

Date:

লখিমপুরকাণ্ডে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ঘটনায় এফআইআর দায়ের হয়েছে কি? জানতে চেয়ে উত্তরপ্রদেশ সরকারকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সর্বোচ্চ আদালতের।

 

• এই মামলায় কারা মূল অভিযুক্ত?

• ঠিক কী হয়েছিল?

• কাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে?

• কজনকে গ্রেফতার করা হয়েছে?

উত্তরপ্রদেশ সরকারকে সব তথ্য স্টেটাস রিপোর্টের মাধ্যমে জানাতে হবে শীর্ষ আদালতে। মামলার পরবর্তী শুনানি শুক্রবার।

 

লখিমপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর (Ashis Mishra) ছেলে আশিসের (Ashis Mishra) বিরুদ্ধে গাড়ি নিয়ে চার কৃষককে পিষে মারার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট। যদিও বৃহস্পতিবার শুনানিতে প্রধান বিচারপতি জানান, দুই আইনজীবীর ফোন পাওয়ার পরই তাঁরা মামলাটি দায়ের করেছেন। জনস্বার্থ মামলাই দায়ের করতে চেয়েছিলেন। কিন্তু, রেজিস্ট্রারের ভুলে জনস্বার্থর বদলে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়। তবে, লখিমপুর খেরির ঘটনায় যোগী সরকারের ভূমিকায়, তিনি যে অসন্তুষ্ট তা প্রধান বিচারপতি রামানার বক্তব্য থেকেই স্পষ্ট। তিনি বলেন, এ ঘটনায় সঠিকভাবে এফআইআর দায়ের না হওয়া উদ্বেগজনক। এই কারণেই সঠিকভাবে তদন্তও হচ্ছে না। পরের শুনানিতে উত্তরপ্রদেশ সরকারকে হলফনামা দিয়ে বিস্তারিত জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version