Saturday, November 15, 2025

স্কুলে দেখা করতে এসে পরিচারিকার পা ছুঁলেন হবু আইএএস, মুগ্ধ সকলে

Date:

আশিসকুমার মিশ্র (Ashis Kumar Mishra) । বিহারের পূর্ণিয়ার খুব সাধারন একটি স্কুলের ছাত্র হয়েও নিজের মেধা ও দক্ষতার জোরে এবারের ইউপিএসসি পরীক্ষায় ৫২ র‌্যাঙ্ক (UPSC 52 Rank) করেছেন। আর তারপরেই নিজের স্কুলে ছোটবেলার সেই শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন আশিস । এহেন কীর্তিমান প্রাক্তন ছাত্রের স্কুলে আসার খবরটা আগে থেকেই পেয়ে গিয়েছিলেন শিক্ষকরা। তাই আশিসকে স্বাগত জানাতে স্কুলের পড়ুয়া এবং শিক্ষকরা সকলে প্রস্তুত হয়ে দাড়িয়ে ছিলেন।

 

স্কুলে এসে আশিস একে একে সব শিক্ষকদের পায়ে হাত দিয়ে প্রণাম করছিলেন । সকলেই তার সাফল্যের জন্য শুভেচ্ছা বিনিময় করছিলেন । শিক্ষকদের সারি থেকে একটু দূরে দাঁড়িয়ে ছিলেন বীণা দেবী । স্কুলের পরিচারিকা। শিক্ষকরা সবাই একে একে যখন আশীর্বাদ করছিলেন। তখন দূর থেকেই আর এক জন যে তাঁকে লক্ষ্য করছিলেন তা নজর এড়ায়নি আশিসের। ধীর পায়ে এগিয়ে আশিস দূরে দাঁড়িয়ে থাকা বীণা দেবীর পা ছুঁয়ে

প্রণাম করে তাঁর আশীর্বাদ নেন।এই ঘটনায় হতচকিত বীণা দেবী। সেইসঙ্গে স্কুলের বাকি শিক্ষকরা। ছাত্ররাও। কিন্তু আশিস নিলিপ্ত। আনন্দে আবেগপ্রবণ হয়ে পড়েন বীণা দেবী। তার সেই ছোট্ট আশিস আজ এত বড় হয়েছে সেই আনন্দে তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। প্রাণভরে তিনি সেই ছোট্ট ছেলেটিকে আশীর্বাদ করলেন।

বীণা দেবী বলেন, “আমাদের গর্ব যে আশিস এই স্কুলেরই ছাত্র ছিল। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভাল এবং আদর্শ ছাত্র ছিল। আজ সেই ছেলে আইএএস আধিকারিক হয়েছে। ওর এই সাফল্যে আমি এবং পুরো স্কুল গর্বিত।”

 

Related articles

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...
Exit mobile version