Thursday, January 29, 2026

মমতাকে ছাড়া একডালিয়ার পুজো অসম্পূর্ণ, বললেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

Date:

Share post:

মহালয়ায় নাকতলা উদয়ন সঙ্ঘ-এর উদ্বোধন থেকে চেতলা অগ্রণী মাতৃমূর্তিতে চক্ষুদান করেই শারদোৎসবের সূচনা করে করে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার তৃতীয়ার দিনও সেই ধারাবাহিকতা। এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ সর্বপ্রথম গরিয়াহাটের ঐতিহ্যবাহী একডালিয়া এভারগ্রিন গ্রিন ক্লাবের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপর একে একে প্রায় একডজন পুজো প্রাঙ্গনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরে ফাল্গুনী সংঘ, সিংহী পার্ক, বালিগঞ্জ কালচারাল, হিন্দুস্তান পার্ক, সমাজসেবী সংঘ,

শিব মন্দির, মুদিয়ালি, ৬৬ পল্লী, বাদামতলা আষাঢ় সংঘ, সঙ্ঘশ্রী, মুক্ত দল, ত্রিধারার মতো জনপ্রিয় পুজো মণ্ডপের দ্বার খুলে গেল মুখ্যমন্ত্রীর হাত ধরে।

এদিন একডালিয়ার পুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী প্রকৃতির খামখেয়ালির কথা তুলে ধরেন। কখনও মেঘলা আকাশ আবার কখনও বৃষ্টি আশিষ ধারার মতো ঝরে পড়ছে। পুজো শুরু হয়ে গিয়েছে। সমস্ত সুরক্ষা নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পরার জন্য রাজ্যবাসীকে বলেন। একইসঙ্গে উৎসবের দিনগুলিতে পুলিশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে প্রতিটি পুজো সংগঠনকে তিনি মানুষের পাশে দাঁড়িয়ে উৎসব পালন করার আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:৬৮ বছর পর ফের এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করল টাটা সন্স

একডালিয়ার পুজো নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সুব্রতদার এই পুজোর একটি ঐতিহ্য আছে। বনেদিয়ানা আছে। এবারও দেখলাম তারা নিজেদের সেই ঘরানা ধরে রেখেছে। একেবারে রাজস্থানের আদলে ঝকঝকে তকতকে একটি মণ্ডপ। আর একডালিয়া মানেই তাদের সেই বিখ্যাত ঝাড়বাতি। মায়ের কাছে প্রার্থনা করি, তিনি যেন সকলকে সুস্থ রাখেন। ভালো রাখেন।”

একডালিয়ার পুজো কমিটির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জানান, বছরের পর বছর ধরে এই পুজোর উদ্বোধন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন তিনি সাংসদ ছিলেন তখনও উদ্বোধন করতেন, এখন মুখ্যমন্ত্রী হয়ে উদ্বোধন করেন। ওনাকে ছাড়া একডালিয়া পুজোর উদ্বোধন ভাবাই যায় না।

advt 19

 

spot_img

Related articles

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন...

IND vs NZ T20: বিশ্বকাপের আগে দুরন্ত ব্যাটিং রিঙ্কু-দুবের, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের

নিউজিল্যান্ডের(Newzeland) বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে হার ভারতের(India)। ৫০ রানে জিতল কিউয়িরা। হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরাই থাকল, নিয়মরক্ষার ম্যাচে...

বাগবাজারে ১২ কন্যার গণবিবাহে কুণাল ঘোষ: বাপি ঘোষের ভূয়সী প্রশংসা

উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে এক বর্ণময় ও আন্তরিক সামাজিক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ। স্থানীয় পুরপিতা বাপি ঘোষের...