Monday, November 3, 2025

ফের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর মুখোমুখি ভারত-চিন সেনা, সীমান্তে অনুপ্রবেশ নাকি অন্য অভিসন্ধি?

Date:

প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ফের ভারত-চিন মুখোমুখি। তবে এবার লাদাখ সীমান্তে নয়, এবার অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্রায় ২০০ চিনা সেনার উপস্থিতির খবর মিলল।  দুই দেশের সেনাবাহিনী টহলদারির সময় এক জায়গায় মুখোমুখি চলে আসে দু’দেশের সেনা। প্রোটোকল অনুযায়ী দুই স্থানীয় কমান্ডারের মধ্যে আলোচনার পর উভয় দেশের জওয়ানদের সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন:রুটিন মেনে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মাথায় হাত মধ্যবিত্তর

সূত্রের খবর, গত সপ্তাহেই রুটিনমাফিক টহলদারির সময় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের বুম লা এবং ইয়াংটসের মধ্যে এই ঘটনা ঘটে৷ তিব্বতের দিক থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে প্রায় দুশো চিনা সেনা৷ ভারতীয় অংশের অনেকটা কাছাকাছি এসে পড়ে চিনা সেনা।  সূত্রের দাবি, ভারতীয় সেনা প্রায় ২০০-র কাছাকাছি চিনা সেনাকে সীমান্ত অতিক্রম করে ভারতের মাটিতে ঢুকতে বাধা দেয়। ভারত সরকারের শীর্ষ সূত্রে জানা গেছে, এবার বেশ কিছু চিনা সেনাকে আটক করে রাখে ভারতীয় বাহিনীও৷  দুই দেশের সেনাবাহিনীর কম্যান্ডারদের খবর দেওয়া হলে তারা আলোচনার মাধ্যমে ওই সমস্যার সমাধান করে নেন এবং আটক চিনা সেনাদের ছেড়ে দেওয়া হয়৷ ফলে এই টানাপোড়েনে কোনও পক্ষেরই কোনও ক্ষতি হয়নি।

এরআগে গত বছরের মার্চ মাসে পুর্ব লাদাখে  প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে ঘিরে ভারত ও চিনের সেনা যে সংঘর্ষে জড়িয়েছিল, তার রেশ এখনও রয়ে গিয়েছে। একাধিক জায়গা থেকে দুই বাহিনীর সেনা প্রত্যাহার করা হলেও গোগরা, হট স্প্রিং, দেপস্যাংয়ের মতো সংঘর্ষস্থলগুলিতে এখনও সেনা মোতায়েন রয়েছে। গত সপ্তাহেই ভারতীয় সেনা প্রধান নারাভানে জানিয়েছিলেন, চলতি সপ্তাহেই ফের মুখোমুখি হতে পারে ভারত ও চিন। এরপর থেকে লাদাখকে ঘিরে লাগাতার দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। তবে লাদাখে চিনা সেনার অনুপ্রবেশ ঠেকাতে তৈরি ভারত সেনা। পূর্ব লাদাখে মোতায়েন করা হয়েছে এম-৭৭৭ ও কে নাইন বজ্র হাউইৎজার কামান।নিয়ম মেনে চলছে মহড়াও।

 

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version