Sunday, August 24, 2025

ত্রিপুরার পুরভোটে লড়বে তৃণমূল, ভার্চুয়াল বৈঠকে ইঙ্গিত অভিষেকের

Date:

নতুন করে সংগঠন গড়ে তোলার পর পুরনির্বাচন দিয়েই ত্রিপুরার নির্বাচনী রাজনীতিতে পা রাখতে তৈরি তৃণমূল(TMC)। নভেম্বরে ত্রিপুরা যাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। ডিসেম্বরে যাবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ত্রিপুরার(Tripura) পুরভোটকে সামনে রেখে দলকে এখন থেকেই তৈরি হতে বললেন অভিষেক। শুক্রবার ত্রিপুরায় দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। এই বৈঠকেই ২১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ত্রিপুরায় জেলাভিত্তিক কর্মসূচি করার নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সদ্য গঠন করা ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটি এবং যুব কমিটির সদস্যদের তিনটি দলে ভাগ করে দেওয়া হয়ছে। এক- একটি দলে ১০ জন করে রয়েছেন। এই তিনটি দল ২১ অক্টোবর থেকে ত্রিপুরার সব জেলায় কর্মিসভা, পথসভা, ছোট আকারে মিছিল, এছাড়াও হাটে-বাজারে-বাড়িতে জনসংযোগ কর্মসূচি করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির নাম দিয়েছেন ‘ত্রিপুরার জন্য তৃণমূল’।

ত্রিপুরায় নগর পঞ্চায়েত, পুরপরিষদ ও কর্পোরেশন নির্বাচন বাকি রয়েছে। এগুলির মেয়াদ শেষ হয়ে গেলেও কোনওটিরই নির্বাচন করায়নি ত্রিপুরার বিজেপি সরকার। নভেম্বর-ডিসেম্বর মাসে সম্ভাব্য নির্বাচন হবে ধরে নিয়ে এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে দল।

আরও পড়ুন:সবুজ সংকেত হাইকোর্টের, এবার পুজোয় সরকারি অনুদানে নেই বাধা

এদিন বৈঠকের শুরুতেই ত্রিপুরায় দলের নেতাদের সাধুবাদ জানান অভিষেক। গত কয়েকমাসে যেভাবে দলের নেতা-কর্মীরা ত্রিপুরার শাসক দলের লাল চোখ উপেক্ষা করে, হামলা-মামলা সহ্য করে দলের সংগঠনকে মজবুত করার লক্ষ্যে কাজ করছেন তা প্রশংসা করার মতোই বলে জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দোপাধ্যায়ের কথায়, গত কয়েকমাসে প্রায় ৭৫০০০ মানুষ বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এটা ভালো দিক। তবে সংগঠনকে আরও শক্তিশালি করতে হবে বলে তাঁর সংযোজন, ২০২৩ এ ত্রিপুরায় সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস। এদিন অভিষেক বৈঠকে বলেছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বেই আমরা সবাই লড়ছি। তিনিই সবার উপরে। বাকি আমরা সবাই একসঙ্গে। এখানে কেউ কারও ওপরে নয়।

বৈঠক শেষে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দোপাধ্যায় লিখেছেন—
“আমরা শুনেছি ওই মাভৈঃ মাভৈঃ মাভৈঃ…”

এদিন বিকেল ৫ টায় কলকাতা থেকে ভার্চুয়াল বৈঠক শুরু করেন অভিষেক বন্দোপাধ্যায়। আগরতলা থেকে ছিলেন, দলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক, আশিসলাল সিং সহ সব সদস্যরা। ছিলেন ত্রিপুরা যুব তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক বাপটু চক্রবর্তী সহ কমিটির বাকিরা। বৈঠকে সুবল ভৌমিক ত্রিপুরার ভোটার তালিকা সংশোধন সহ একাধিক বিষয় দলের সামনে রাখেন। সাংসদ সুস্মিতা দেব শিলচর থেকে ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন। ছিলেন ত্রিপুরার আর এক প্রবীণ নেতা আশিসলাল সিংও। দলের যুবনেতারাও বৈঠকে ছিলেন।

 

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version