Tuesday, May 6, 2025

ত্রিপুরার পুরভোটে লড়বে তৃণমূল, ভার্চুয়াল বৈঠকে ইঙ্গিত অভিষেকের

Date:

নতুন করে সংগঠন গড়ে তোলার পর পুরনির্বাচন দিয়েই ত্রিপুরার নির্বাচনী রাজনীতিতে পা রাখতে তৈরি তৃণমূল(TMC)। নভেম্বরে ত্রিপুরা যাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। ডিসেম্বরে যাবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ত্রিপুরার(Tripura) পুরভোটকে সামনে রেখে দলকে এখন থেকেই তৈরি হতে বললেন অভিষেক। শুক্রবার ত্রিপুরায় দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। এই বৈঠকেই ২১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ত্রিপুরায় জেলাভিত্তিক কর্মসূচি করার নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সদ্য গঠন করা ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটি এবং যুব কমিটির সদস্যদের তিনটি দলে ভাগ করে দেওয়া হয়ছে। এক- একটি দলে ১০ জন করে রয়েছেন। এই তিনটি দল ২১ অক্টোবর থেকে ত্রিপুরার সব জেলায় কর্মিসভা, পথসভা, ছোট আকারে মিছিল, এছাড়াও হাটে-বাজারে-বাড়িতে জনসংযোগ কর্মসূচি করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির নাম দিয়েছেন ‘ত্রিপুরার জন্য তৃণমূল’।

ত্রিপুরায় নগর পঞ্চায়েত, পুরপরিষদ ও কর্পোরেশন নির্বাচন বাকি রয়েছে। এগুলির মেয়াদ শেষ হয়ে গেলেও কোনওটিরই নির্বাচন করায়নি ত্রিপুরার বিজেপি সরকার। নভেম্বর-ডিসেম্বর মাসে সম্ভাব্য নির্বাচন হবে ধরে নিয়ে এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে দল।

আরও পড়ুন:সবুজ সংকেত হাইকোর্টের, এবার পুজোয় সরকারি অনুদানে নেই বাধা

এদিন বৈঠকের শুরুতেই ত্রিপুরায় দলের নেতাদের সাধুবাদ জানান অভিষেক। গত কয়েকমাসে যেভাবে দলের নেতা-কর্মীরা ত্রিপুরার শাসক দলের লাল চোখ উপেক্ষা করে, হামলা-মামলা সহ্য করে দলের সংগঠনকে মজবুত করার লক্ষ্যে কাজ করছেন তা প্রশংসা করার মতোই বলে জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দোপাধ্যায়ের কথায়, গত কয়েকমাসে প্রায় ৭৫০০০ মানুষ বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এটা ভালো দিক। তবে সংগঠনকে আরও শক্তিশালি করতে হবে বলে তাঁর সংযোজন, ২০২৩ এ ত্রিপুরায় সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস। এদিন অভিষেক বৈঠকে বলেছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বেই আমরা সবাই লড়ছি। তিনিই সবার উপরে। বাকি আমরা সবাই একসঙ্গে। এখানে কেউ কারও ওপরে নয়।

বৈঠক শেষে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দোপাধ্যায় লিখেছেন—
“আমরা শুনেছি ওই মাভৈঃ মাভৈঃ মাভৈঃ…”

এদিন বিকেল ৫ টায় কলকাতা থেকে ভার্চুয়াল বৈঠক শুরু করেন অভিষেক বন্দোপাধ্যায়। আগরতলা থেকে ছিলেন, দলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক, আশিসলাল সিং সহ সব সদস্যরা। ছিলেন ত্রিপুরা যুব তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক বাপটু চক্রবর্তী সহ কমিটির বাকিরা। বৈঠকে সুবল ভৌমিক ত্রিপুরার ভোটার তালিকা সংশোধন সহ একাধিক বিষয় দলের সামনে রাখেন। সাংসদ সুস্মিতা দেব শিলচর থেকে ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন। ছিলেন ত্রিপুরার আর এক প্রবীণ নেতা আশিসলাল সিংও। দলের যুবনেতারাও বৈঠকে ছিলেন।

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version