Tuesday, November 11, 2025

উৎসবের মাঝেও বিষাদের সুর! রুটিন মেনে ফের দাম বাড়ল জ্বালানির

Date:

পুজোতেও জ্বালানির দামে ছ্যাঁকা! উৎসবের মাঝেও যেন বিষাদের সুর। ফের রেকর্ড দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। ৫ অক্টোবর থেকে লাগাতার জ্বালানির দাম আকাশছোঁয়া হওয়ায় মধ্যবিত্তদের মাথায় বাজ। অতিমারী পর্বে রুটিন মেনে জ্বালানির দাম বাড়াল পকেটে টান পড়েছে সাধারণ মানুষের।আজ মুম্বইয়ে ডিজেলের দাম সেঞ্চুরির কাঁটা অতিক্রম করলো।

শনিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ২৯ পয়সা বেড়ে লিটারে ১০৪ টাকা ৫২ পয়সা হল।অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি  ৩৫ পয়সা বেড়ে লিটারে ৯৫ টাকা ৫৮ পয়সা হয়েছে। উৎসবের মরশুমে এভাবে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় জিনিসপত্রেরও দাম বাড়ার আশঙ্কা করছে আমজনতা। একদিকে রান্নার গ্যাস, অন্যদিকে পেট্রোল-ডিজেল।অবশ্য বাদ যায়নি কেরোসিনও। সব জ্বালানির একসঙ্গে দাম বৃদ্ধির জেরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। ফলে বাজারও অগ্নিমূল্য। শাক-সব্জী হোক বা আমিষ জাতীয় দ্রব্য, যেকোনও জিনিস কিনতেই নাকানিচবানি খাচ্ছে সাধারণ মানুষ। বিরোধী দলগুলি এনিয়ে সোচ্চার হলেও কেন্দ্রের কোনও ভ্রুক্ষেপ নেই। উল্টে জ্বালানির দাম বৃদ্ধি এখন রোজকারনামচা হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন:কথায় কথায় আমলাদের তলব নয়, রাজ্যপালকে চিঠি দিয়ে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা ছাড়াও দেশের অনান্য মহানগরীতেও পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। আজ দিল্লিতে পেট্রোলের দামবৃদ্ধি পেয়ে প্রতি লিটারে ১০৩ টাকা ৮৪ পয়সা হয়েছে। ডিজেলের দাম লিটার প্রতি ৯২টাকা ৪৭ টাকায় বিকোচ্ছে। মুম্বইয়ে পেট্রোল এবং ডিজেলের দাম রেকর্ড হারে বেড়েছে। মুম্বইতে পেট্রোলের দাম আজ ১০৯ টাকা ৮৩ পয়সা হয়েছে। ডিজেলের দাম প্রতি লিটারে ১০০ টাকা ২৯ পয়সা হয়েছে। চেন্নাইতেও দাম যথাক্রমে ১০১ টাকা ২৭ পয়সা ও ডিজেল ৯৬ টাকা ৯৩ পয়সায় বিকোচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছরে বিধানসভা নির্বাচনের পর থেকেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি রোজকারনামচা হয়ে দাঁড়িয়েছিল। চলতি মাসের ৫ তারিখ থেকেও ফের জ্বালানির মূল্যবৃদ্ধি রেকর্ড হারে বেড়েছে। কিন্তু এরইমধ্যে করোনার কাঁটায় আর্থিকভাবে নাজেহাল মধ্যবিত্তরা। রান্নার গ্যাস থেকে শুরু করে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বাজারও অগ্নিমূল্য। স্বাভাবিকভাবেই সংসার চালাতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version