Saturday, November 15, 2025

‘অ্যাকশনের রিয়্যাকশন’, লখিমপুরে বিজেপি কর্মীদের মৃত্যু প্রসঙ্গে মন্তব্য টিকায়েতের

Date:

লখিমপুর খেরিতে(Lakhimpur Kheri) কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে যেভাবে গাড়ির চাকায় পিষে মেরেছেন চার কৃষককে(Farmer) সেই ঘটনারই প্রতিক্রিয়ায় মৃত্যু হয়েছে বিজেপি। শনিবার ঠিক এমনটাই জানালেন ভারতীয় কিষাণ ইউনিয়নের জাতীয় মুখপাত্র রাকেশ টিকায়েত(Rakesh Tikait)। তার এই মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন:শনি, রবি কোর্ট বন্ধ, জামিন না পেয়ে আরিয়ানকে জেলের ভাত খেয়েই কাটাতে হবে

গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে হিংসার ঘটনায় চার কৃষক সহ বিজেপির দুই কর্মী, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর গাড়ির চালক ও এক সাংবাদিক নিহত হয়েছিলেন। ওই বিজেপি কর্মীদের পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে এ দিন টিকায়েত বলেন, যে বিজেপি কর্মীদের মৃত্যু হয়েছে, তা ‘অ্যাকশনের রিয়্যাকশন’। শনিবার টিকায়েত বলেছেন, এই ঘটনার সঙ্গে যুক্তদের তিনি অপরাধী মনে করেন না। তিনি বলেছেন, আন্দোলনকারী কৃষকদের গাড়িতে পিষে দেওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় ওই ঘটনা ঘটে।

শুধু তাই নয় তিনি আরো বলেন, যতক্ষণ না ওই মন্ত্রী ইস্তফা দিচ্ছেন ততক্ষণ এই ঘটনার তদন্ত হতে পারে না। কোনও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কোনও আধিকারিক প্রশ্ন তুলবেন না। পাশাপাশি লখিমপুর খেরির হিংসার ঘটনায় বড় পরিসরে আন্দোলনে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে কৃষকরা। ১৮ অক্টোবর রেল রোকো কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রের তিন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া প্রায় ৪০টি কৃষক সংগঠনের জোট সংযুক্ত কিষাণ মোর্চার (kishan morcha)। ১৫ অক্টোবর দশেরার দিন কৃষকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (amit shah) কুশপুতুল (effigy) পোড়াবে বলেও জানিয়েছেন তিনি।

 

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version