অনুষ্ঠানের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি একসঙ্গে ৫০ জন, উদ্বিগ্ন চিকিৎসকরা

অনুষ্ঠানের খাওয়াদাওয়া করে অসুস্থ হলেন একসঙ্গে ৫০ জন।তাঁদের মধ্যে ৫০ জন পেটে ব্যথা, বমি, পায়খানা-মতো উপসর্গ নিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার জেরেই অসুস্থ হয়েছেন তাঁরা।ঘটনাটি ঘটেছে , মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ডামোরা নামের একটি গ্রামে।

আরও পড়ুন: জমজমাট সিনে-জগৎ, পুজোর শুরুতেই মুক্তি পেল ৫ টি বাংলা ছবি
সূত্রের খবর, রবিবার ওই গ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে নানা পদের আয়োজন করা হয়। গ্রামবাসীরা প্রায় সকলেই ওই অনুষ্ঠানে খাবার খাওয়ার কয়েক ঘণ্টার পর থেকেই তাঁরা অসুস্থ হতে শুরু করেছিলেন।তাই কমবেশি সকলের মধ্যেই একই ধরনের উপসর্গ দেখা যাচ্ছে। ইতিমধ্যেই অসুস্থদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক তাঁদেরকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই ওই গ্রামে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।সেইসঙ্গে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। বাড়ি বাড়ি ঘুরে স্বাস্থ্যকর্মীরা খোঁজ নিচ্ছেন বলে হাসপাতাল সূত্রের খবর।
চিকিৎসকেরা জানিয়েছেন, “মোটামুটি অনেকেই সুস্থ হয়ে উঠছেন। ৫ জনের শারীরিক অবস্থা নিয়েই চিন্তা রয়েছে। তাঁদের মধ্যে এখন ওষুধের সাড়া পাওয়া যায়নি। তাঁদেরও চিকিৎসা চলছে।”
advt 19

 

 

 

Previous articleআজ দেবীর বোধন, জানেন কেন জাগাতে হয় দশভুজাকে?
Next articleঅস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ হার হরমনপ্রীতদের