Friday, May 23, 2025

বিজেপির দুর্গাপুজোয় ঢাকে কাঠির চেয়ে দিলীপের পিছনেই কাঠি করতে ব্যস্ত শুভেন্দু-সুকান্ত!

Date:

Share post:

একটি দুর্গা পুজো, আর তাকে কেন্দ্র করে চরম নাটকীয়তা বঙ্গ বিজেপির অন্দরে। বলা ভালো, পুজো নয় মা দুর্গাকে সামনে রেখে রাজনীতিতে মেতেছে গেরুয়া শিবিরের দুই গোষ্ঠীর নেতারা।

সামনে সেই অর্থে রাজ্য দখলের ভোট নেই। তাই বিজেপির দুর্গাপুজোর কোনও জাঁকজমক নেই। তারই মাঝে দুই গোষ্ঠীর ইগোর লড়াইয়ের মাঝে EZCC-তে এবারও দুর্গাপুজোর আয়োজন করেছে বিজেপি। তবে সেই পুজো নমোনমো করে হচ্ছে। প্রথমে ঠিক ছিল গত বছরের মতো কোনও হেভিওয়েটকেন্দ্রীয় নেতাকে সশরীরে হাজির করে উদ্বোধন করানোর। নাম এসেছিল সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। অগত্যা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুজোর উদ্বোধন করেন। ছিলেন রাহুল সিনহাও। সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বা তাঁর শিবিরের কেউ বিজেপির দুর্গাপূজার ছায়া পর্যন্ত মারাননি। এতেই বঙ্গ বিজেপির আড়াআড়ি বিভাজন স্পষ্ট।

গত বছরও এই পুজো নিয়ে নারাজ ছিলেন দিলীপ ঘোষ। এবারও প্রবল আপত্তি ছিল তাঁর। আর সেই কারণেই যেন দিলীপ ঘোষকে কোণঠাসা করতে আরও তৎপর শুভেন্দু। সুকান্ত মজুমদারকে সামনে রেখে যা তিনি করে দেখানোর চেষ্টা করছেন। দলে টেনে নিয়েছেন রাহুল সিনহাকেও। সব মিলিয়ে EZCC-তে বিজেপির লোক দেখানো দুর্গাপুজো নিয়ে গেরুয়া শিবিরের অন্দরেই হেব্বি কাচ্যাল!

ষষ্ঠীর সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে দিলীপ ঘোষ বিজেপির দুর্গাপুজো সরাসরি প্রত্যাখ্যান করেন। তাঁর কথায়, “পুজো নিয়ে কী ভাবনা, কী আয়োজন তা দলের প্রদেশ সভাপতি ঠিক করবেন। আমি জানি না কারা কারা আসছেন। আমি থাকছি না। যাচ্ছিও না। অমিত মালব্য এখানে রয়েছেন শুনেছি।”

২০২০ সালে ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করেছিল বিজেপি। কিন্তু এবার আদৌ দুর্গাপুজোর আয়োজন হবে কিনা, তা নিয়ে প্রথমে ধন্ধে ছিল পদ্ম শিবিরের নেতারা। গতবার দুর্গাপুজোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এবার আগের মতো জাঁকজমক নেই। ষষ্ঠীর দিনেও মণ্ডপ তৈরির কাজ সম্পূর্ণ শেষ হয়নি।

প্রসঙ্গত, দুর্গাপুজো করা নিয়ে প্রথম থেকেই দলে উল্টো অবস্থানে ছিলেন দিলীপ ঘোষ। কয়েক সপ্তাহ আগেই তিনি বলেছিলেন, “আমি গত বছর পুজোয় ছিলাম না। যাঁরা সেই সময়ে পুজো করেছিলেন, তাঁরা হয়তো অনেকেই আজকে দলে নেই। গতবার আমাদের কালচারাল সেক্রেটারি পুজোটা করেছিলেন। জানি না এবার করছেন কিনা। আমি গতবারও বলেছিলাম দলের কাজ পুজো করা নয়। কিছু লোক গতবার করেছিল, এবার তাঁরা কী ভাবছেন, আমি জানি না।”

আরও পড়ুন- পুজোয় বাড়ি থেকেই নজরদারি মুখ্যমন্ত্রীর, প্রতিদিন নবান্নে মুখ্যসচিব-স্বরাষ্ট্র সচিব

এইসব কাণ্ড দেখে দলের একাংশ মজা করে বলছে, মা দুর্গাকে সামনে রেখে পুজোর সময় ঢাকে কাঠি না দিয়ে শুভেন্দু সুকৌশলে নয়া রাজ্য সভাপতি সুকান্তকে দিয়ে দিলীপের পিছনেই কাঠি করতে ব্যস্ত!!!

advt 19

 

 

spot_img

Related articles

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা জাপানের হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকারের

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইকে পূর্ণ সমর্থন জানিয়েছে জাপান (Japan)। বৃহস্পতিবারই টোকিও যাওয়া ভারতীয় সাংসদদের প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছিলেন...

পুরনো নিয়মেই SSC ! শিক্ষকদের চাকরির পরীক্ষায় বড় বদলের পথে রাজ্য

রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের (School Teachers Recruitment) পরীক্ষায় বড় রদবদল ঘটাতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। ফিরতে চলেছে...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২৩ মে শুক্রবার ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৫৭৫ ₹ ৯৫৭৫০ ₹খুচরো পাকা সোনা ৯৬২৫ ₹ ৯৬২৫০...

অসবসরের সিদ্ধান্ত বিরাটদের নিজস্ব, সাফ বার্তা গম্ভীরের

বিরাট কোহলি(Virat Kohli) এবং রোহিত শর্মা(Rohit Sharma) পরপর টেস্ট থেকে অবসর নেওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে শুরু...