এবারের বিশ্ববাংলা শারদ সম্মান ১০৩টি পুজোকে

বাঙালির শিল্প চেতনার গরিমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৩ সাল থেকে বিশ্ববাংলা শারদ সম্মান চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। চলতি বছরেও কলকাতা ও আশপাশের জেলার ১০৩টি পুজো কমিটিকে এই সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে। ৩৬ টি পুজো পেয়েছে ‘সেরার সেরা’ সম্মান। সোমবার ষষ্ঠীর দিন নন্দন লাগোয়া অবনীন্দ্র সভা ঘরে রাজ্যের তথ্য-সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেন। সঙ্গে ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি সচিব শান্তনু বসু, তথ্য অধিকর্তা মিত্র চট্টোপাধ্যায় প্রমুখ।

এবারের সম্মানপ্রাপকরা-

🔴 সেরার সেরা

• বড়িশা ক্লাব
• বাবুবাগান
• চক্রবেড়িয়া
• হিন্দুস্থান ক্লাব
• চেতলা অগ্রণী
• দক্ষিণ কলকাতা সর্বজনীন
• টালা প্রত্যয়
• কালীঘাট মিলন সঙ্ঘ
• ত্রিধারা
• একডালিয়া এভারগ্রিন
• নাকতলা উদয়ন সঙ্ঘ
• সুরুচি সঙ্ঘ
• হিন্দুস্থান পার্ক
• বেহালা নতুন দল
• ৯৫ পল্লী, যোধপুর পার্ক
• অবসর
• আহিরীটোলা
• কাশী বোস লেন
• দমদম তরুণ দল
• খিদিরপুর ২৫ পল্লী
• শিবমন্দির
• বালিগঞ্জ কালচারাল
• হাতিবাগান সার্বজনীন
• সমাজসেবী
• আলিপুর সর্বজনীন
• মুদিয়ালি
• বকুলবাগান
• ঠাকুরপুকুর এস বি পার্ক
• বাগবাজার
• বাদামতলা আষাঢ় সঙ্ঘ
• তেলেঙ্গাবাগান
• ২১ পল্লী
• যোধপুর পার্ক সার্বজনীন
• ৬৬ পল্লী
• ৪১ পল্লী
• দমদম তরুণ সঙ্ঘ

🔴 সেরা মণ্ডপ

• রাজডাঙ্গা নব উদয় সঙ্ঘ
• সেলিমপুর পল্লী
• কুমোরটুলি সর্বজনীন
• সমাজসেবী
• সল্টলেক এফ.ডি. ব্লক

🔴 সেরা প্রতিমা

• বেহালা নতুন দল
• কলেজ স্কোয়ার
• সিংহী পার্ক
• আলিপুর ৭৮ পল্লী
• যুবমৈত্রী

🔴 সেরা আলোকসজ্জা

• সিকদারবাগান দুর্গোৎসব
• হাওড়া শিবপুর মন্দিরতলা সর্বজনীন
• বাটাম ক্লাব

🔴 সেরা সাবেকি

• আদি বালিগঞ্জ
• টালা বারোয়ারি

🔴 সেরা ভাবনা

• সঙ্ঘশ্রী
• চোরবাগান
• ৭৪ পল্লী খিদিরপুর
• কোলাহলগোষ্ঠী
• অজেয় সংহতি
• বেলেঘাটা ৩৩ পল্লী
• এনএসসি স্পোর্টস ক্লাব, গান্ধী কলোনি
• দক্ষিণ কলকাতা যুবক সঙ্ঘ
• ৭১ পল্লী

🔴 বিশেষ পুরস্কার

• ২২ পল্লী, ভবানীপুর
• ভবানীপুর শীতলা মন্দির
• ফরওয়ার্ড ক্লাব
• স্বাধীন সংঘ
• বৈষ্ণবঘাটা-পাটুলি উপনগরী স্পোর্টিং ক্লাব
• কামডহরি সুভাষপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি
• ৬৪ পল্লী
• সন্তোষপুর এভিনিউ
•সাউথ পল্লী মঙ্গল সমিতি
•ফতেপুর দুর্গোৎসব কমিটি (মেটিয়াব্রুজ)
•ফাল্গুনী সংঘ
•ভবানীপুর মুক্ত দল
•কসবা বোসপুকুর তালবাগান
•অকালবোধন ক্লাব
•পদ্মপুকুর বারোয়ারি
•হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব
• পদ্মপুকুর ইয়ুথ অ্যাসোসিয়েশন
• পর্ণশ্রী সাউথ ব্লক ক্লাব
• ৬৮ পল্লী

🔴 সেরা পরিবেশবান্ধব

• চালতাবাগান
• গোলমাঠ ভবানীপুর
• ৭৬ পল্লী, ভবানীপুর
• হরিদেবপুর, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব
• শ্যামাপল্লী শ্যামা সংঘ সর্বজনীন দুর্গাপূজা
• সাবর্ণপাড়া বড়িশা সর্বজনীন

🔴 সেরা ঢাকেশ্রী
• হাতিবাগান নবীনপল্লী
• অগ্রদূত উদয়ন সংঘ

🔴 সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ডিং

• সন্তোষপুর লেকপল্লী
• ৬২ পল্লী
• রামমোহন সম্মেলনী
• আহিরীটোলা যুবকবৃন্দ
• ভবানীপুর ঋত্বিক ক্লাব দুর্গাপূজা

🔴 অন্য ভাবনা
• দমদম ভারতচক্র

🔴 সেরা কোভিড সচেতনতা (স্বাস্থ্যবিধি)

• সল্টলেক এ.কে. ব্লক
• কসবা বোসপুকুর শীতলা মন্দির
• ভবানীপুর ৭৫ পল্লী
পূর্বপাড়া সর্বজনীন দুর্গোৎসব সমিতি
•১৪ পল্লী উদয়ন সংঘ
•কালীঘাট কিশোর সংঘ
•ভবানীপুর মহাপূজা সমিতি
•নবপল্লী সংঘ সর্বজনীন দুর্গোৎসব
•টালা পার্ক ১৫ পল্লী
•সল্টলেক সি.জে. ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

🔴 সেরা কোভিড ওয়ারিয়র

• আলিপুর বডিগার্ড লাইনস্ দুর্গাপূজা

advt 19

 

Previous articleডায়মন্ড হারবারের মানুষকে পুজো উপহার পাঠালেন সাংসদ অভিষেক
Next articleবিজেপির দুর্গাপুজোয় ঢাকে কাঠির চেয়ে দিলীপের পিছনেই কাঠি করতে ব্যস্ত শুভেন্দু-সুকান্ত!