Saturday, December 27, 2025

“নবান্ন থেকে পুজো মণ্ডপে দেবী দুর্গা”! ভবানীপুরে এবার থিম “খেলা হবে”

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে “খেলা হবে” স্লোগান দুর্দান্ত জনপ্রিয় ও ভাইরাল হয়েছিল। শাসক তৃণমূলের এই স্লোগান আজও আট থেকে আশি সকলের মুখে মুখে ফেরে। এরপর নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যজুড়ে “খেলা হবে” দিবস পালিত হয়।

 

আরও পড়ুন:অবশেষে জেলমুক্তি তেলুগু দীপকের, মাওবাদী নেতার প্রশংসায় জেল সুপার

আর এবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতেও থিম “খেলা হবে”! খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকা ভবানীপুরে এমন অভিনব থিমের ভাবনায় প্যান্ডেল তৈরি হয়েছে। ভবানীপুর দুর্গোৎসব সমিতির এবারের থিম ”খেলা হবে”। থিম পোস্টারেও দেখা গেল নীল-সাদা শাড়িতে ব্যান্ডেজ বাধা ভাঙা পা দিয়ে ফুটবলে ‘কিক’ মারার চিত্র। আর তার উপরে লেখা, “এবার ভবানীপুরে মা-এর হাত ধরে খেলা হবে।”

গোটা পুজো মন্ডপটাকেই সাজানো হয়েছে ফুটবল মাঠের আদলে। মূল মণ্ডপে মা দুর্গাকে কাঁধে চাপিয়ে নিয়ে আসছেন চার যুবক। তাদের পরণে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের জার্সি। ঝাড়বাতি করা হয়েছে ফুটবল দিয়ে। এছাড়াও কিংবদন্তি হকি ও ক্রিকেটাদের মূর্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মণ্ডপজুড়ে। অলিম্পিকে সোনাজয়ী জাভলার নীরজ চোপড়ার মূর্তিও রয়েছে। ত্রিপুরায় খেলা হবে স্লোগান তুলে দীপা কর্মকারের মূর্তিও শোভা পাচ্ছে পান্ডেল জুড়ে।

অভিনব ভাবনায় এই মণ্ডপ তৈরি করেছেন শিল্পী বিশ্ব ভারতীর অধ্যাপক সৌমেন ঘোষ। প্রতিমা ও মডেল শিল্পী লাল্টু অধিকারী। পুজো কমিটির সম্পাদক শুভঙ্কর রায়চৌধুরী জানালেন, তাঁদের এই প্রতিমা তৈরি হয়েছে নবান্ন সংলগ্ন এলাকায়। অর্থাৎ, ভবানীপুর দুর্গোৎসব সমিতির দেবী দুর্গা নবান্ন থেকে এসেছেন ভবানীপুরে!


advt 19

 

 

 

spot_img

Related articles

মেলবোর্নে লজ্জা মুক্তি, সাড়ে পাঁচ হাজার দিন পর অজিভূমে টেস্ট জিতল ব্রিটিশরা

২০১০-১১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার টেস্ট সিরিজ জয়ের মুখ দেখেছিল ইংল্যান্ড। তারপর থেকে এখনো পর্যন্ত তিনবার অজিভূমে ব্রিটিশ...

উদ্দেশ্যপ্রণোদিতভাবে বয়স্কদের হয়রানি করা হচ্ছে, CEO দফতরে চিঠি দেওয়ার পর অভিযোগ তৃণমূলের

উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষ-বয়স্কদের হয়রানি করা হচ্ছে। বাংলায় সবার মধ্যে অকারণে ভীতি তৈরি করা হচ্ছে। এটা বিজেপির ষড়যন্ত্র এবং...

বিজেপি কর্মী গ্রেফতার হওয়ায় থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি ‘উদ্ধত’ শুভেন্দুর!

দলীয় কর্মী গ্রেফতার হওয়ায় এবার নন্দীগ্রামে পুলিশকে ধমক দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে...

শান্তির বার্তা দিয়ে বাংলাদেশ বিদ্বেষ নিয়ে মুখ খুললেন জয়া

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন একাধিক তারকারা। এবার বড়দিনের শুভেচ্ছা জানাতে বাংলাদেশ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী জয়া...