অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ হার হরমনপ্রীতদের

অস্ট্রেলিয়ার( Australia ) বিরুদ্ধে তৃতীয় টি-২০( T-20 world cup) ম‍্যাচেও হার ভারতীয় দলের( india team)। রবিবার অজিদের বিরুদ্ধে ১৪ রানে হারল হরমনপ্রীত কৌরের দল। এই হারের ফলে টি-২০ সিরিজে ০-২ হারল ভারতের প্রমিলা ব্রিগেড।

ম‍্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় হরমনপ্রীত। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪৯ রান করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন মনি। ভারতের হয়ে দুটি উইকেট নেন গায়কোয়াড। একটি করে উইকেট পান রেনুকা সিং, পূজা এবং দিপ্তী শর্মা।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৩৫ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ওপেন করতে নেমে আটটি চার সহযোগে ৪৯ বলে ৫২ রান করেন স্মৃতি মন্ধানা। কিন্তু তার পরেই শুরু হয় ভারতের ব্যাটিং বিপর্যয়। জেমাইমা রদ্রিগেস করেন ২৩, হরমনপ্রীত করেন ১৩ রান।  রিচা ঘোষ করেন ২৩ রান।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

advt 19