Friday, December 26, 2025

ষষ্ঠীতেও রেয়াত নেই, সাতদিন পর পর ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম

Date:

Share post:

ষষ্ঠীর দিনেও ছাড় নেই। উৎসবের মরসুমের শুরুতেই ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল জ্বালানির দাম। আজও তা অব্যাহত রইল। ষষ্ঠীর দিনে আজ কলকাতায় ঠাকুর দেখতে হলে লিটার প্রতি ১০৫.০৯টাকা খরচ পড়বে। পিছিয়ে নেই ডিজেলও। লিটার প্রতি ৩৫ পয়সা দাম বেড়ে ডিজেলের নতুন দাম ৯৬.২৮ টাকা ছুঁয়েছে।প্রতিদিনই রেকর্ড গড়ছে পেট্রোল-ডিজেলের দাম। উত্‍সবের মরসুমে ছ্যাঁকা দিচ্ছে পেট্রোপণ্যের দাম। আনন্দের মাঝেও বিষাদের সুর মধ্যবিত্তের গলায়। একদিকে রান্নার গ্যাসের দাম একশোর গণ্ডী পেরিয়ে এবার হাজার টাকার দিকে এগোচ্ছে। তারমধ্যে প্রায় রোজই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম।রবিবারই কেরলে ডিজেলের দাম ছাড়িয়েছে ১০০ টাকা। তার পরেই কংগ্রেস-সহ অন্যান্য দল কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। কংগ্রেস নেতা ভি ডি সাথীসান বলেন, তেলের দামবৃদ্ধি জন-বিরোধী রাজনীতির আদর্শ উদাহরণ। তাঁদের শোষণ করা হচ্ছে, যাঁরা অতিমারিতে বিপর্যস্ত। এটা দেশবাসীর বিরুদ্ধে অপরাধ।

আরও পড়ুন:এক কাপ চায়ের দাম সাড়ে সাত লক্ষ! কেন জানেন?

কলকাতা- সহ দেশের অনান্য মহানগরীগুলিতেও সোমবার রেকর্ড হারে বেড়েছে জ্বালানির মূল্য। রাজধানী দিল্লিতে (Delhi) এক লিটার পেট্রোলের মূল্য ১০৪ টাকা ৪৪ পয়সা। পাশাপাশি ডিজেলের মূল্য লিটার পিছু ৯৩.১৭ টাকা। মুম্বইয়ে (Mumbai) সোমবার এক লিটার পেট্রোল বিকোচ্ছে ১১০ টাকা ৪১ পয়সায়। মুম্বইয়ে এক লিটার ডিজেলের দাম ১০১ টাকা ০৩ পয়সা। চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোল বিকোচ্ছে ১০১ টাকা ৭৯ পয়সা দরে। ডিজেল বিকোচ্ছে ৯৭ টাকা ৫৯ পয়সা লিটার দরে।

প্রসঙ্গত, চলতি বছরে বিধানসভা নির্বাচনের পর থেকেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি রোজকারনামচা হয়ে দাঁড়িয়েছিল। চলতি মাসের ৫ তারিখ থেকেও ফের জ্বালানির মূল্যবৃদ্ধি রেকর্ড হারে বেড়েছে। কিন্তু এরইমধ্যে করোনার কাঁটায় আর্থিকভাবে নাজেহাল মধ্যবিত্তরা। রান্নার গ্যাস থেকে শুরু করে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বাজারও অগ্নিমূল্য। স্বাভাবিকভাবেই সংসার চালাতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।

advt 19

 

 

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...