মুখ্যমন্ত্রীর বই, উৎসব সংখ্যা রেকর্ড বিক্রি

স্টল উদ্বোধনের প্রথমদিনই বিক্রিতে রেকর্ড গড়ল জাগোবাংলার উৎসব সংখ্যা। ষষ্ঠীর  বিকেলে ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সরিষায় ‘জাগোবাংলা’ স্টলের উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একাধিক বই এবং মুখপত্র জাগোবাংলার উৎসব সংখ্যা রাখা হয়েছে স্টলে। সোমবার সন্ধের মধ্যেই বই ও পত্রিকা মিলিয়ে ৩০ হাজার টাকার বিক্রি হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

আরও পড়ুন: বাঁশের তৈরি দুর্গাপ্রতিমা

বই কিনতে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। তবে স্টলের সামনে কঠোরভাবে মানা হয়েছে করোনা সংক্রান্ত বিধি। এদিন স্টলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, দলীয় পর্যবেক্ষক শামিম আহমেদ, ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি অরুময় গায়েন প্রমুখ।