Wednesday, November 12, 2025

এবার বিয়ের মতো ব্যক্তিগত বিষয়েও নাক গলাতে চাইছে RSS! কী বলছেন ভাগবত?

Date:

এবার বিয়ের মতো ব্যক্তিগত বিষয়েও নাক গলাতে চাইছে রাষ্ট্রীয় সেবক সংঘ(RSS)। আরএসএস প্রধান মোহন ভাগবত(Mohan Bhagwat) বলছেন, বিয়ের কারণে অনেক হিন্দু যুবক-যুবতী নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করছেন, যা উচিত নয়। তাঁর মতে,  যাঁরা এটা করছেন, তাঁরা ভুল করছেন।

আরও পড়ুন: শিশু-কিশোরদের টিকাকরণের অনুমতি কেন্দ্রের, চূড়ান্ত ছাড়পত্র দেবে DCGI

মঙ্গলবার উত্তরাখণ্ডের(Uttarakhand) হলদওয়ানিতে সংঘ পরিবারের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলের কর্মীদের সন্তানদের মধ্যে পারিবারিক মূল্যবোধ গড়ে তোলার উপরে জোর দেন আরএসএস। তিনি বলেন, “ছোটদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে। বোঝাতে হবে, কেবল বিয়ের মতো ক্ষুদ্র স্বার্থের জন্য অন্য ধর্ম গ্রহণ করা ভুল।” তিনি বলেছেন, নিজের ধর্ম, ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যর্থ হচ্ছেন বাবা-মায়েরা। তাই বিয়ের মতো কারণে ধর্ম পরিবর্তন ঘটছে। বাড়িতেই দিতে হবে ধর্ম ও সংস্কারের পাঠ।

আরও পড়ুন: বিনাপয়সায় টিকা, তাই তেল কিনতে বেশি টাকা দিতেই হবে, এমনই যুক্তি মোদির মন্ত্রীর

হিন্দু সমাজকে শক্তিশালী করতে সমাজের পিছিয়ে পড়া অংশকেও পাশে টানার আহ্বান জানান আরএসএস প্রধান। তাঁর কথায়, “জাতের ভিত্তিতে ভেদাভেদ করা কখনওই উচিত নয়।” তিনি নির্দেশ দেন, মানুষে-মানুষে কোনও পার্থক্য যাতে না থাকে। মোহন ভাগবত বলেন, “মানুষে-মানুষে কোনও পার্থক্য রয়েছে, এই বোধ মুছে ফেলতে পারলে তবেই দেশ তথা হিন্দু সমাজের জাগরণ সম্ভব হবে।”

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version