Friday, May 9, 2025

চল্লিশটি নতুন কয়লাখনির(Coal mine) নিলাম প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় কয়লা মন্ত্রক। গত ১২ অক্টোবর মঙ্গলবার থেকে এই নিলাম প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ২১ টি নতুন খনি, কয়লা খনি (বিশেষ বিধান) আইন ২০১৫ এর অধীনে এবং ১৯ টি খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন ১৯৫৭ এর তিনটি ধারার অধীনে রয়েছে।

সরকারের তরফ এ প্রসঙ্গে এক বিবৃতিতে জানানো হয়েছে, “এই ৮৮ টি খনি থেকে প্রায় à§«à§« বিলিয়ন টন কয়লার মোট ভূতাত্ত্বিক সম্পদ পাওয়া যাচ্ছে, যার মধ্যে à§«à§­ টি খনি সম্পূর্ণভাবে খনন করা হয়েছে এবং à§©à§§ টি আংশিকভাবে খনন করা হয়েছে। এখানে চারটি কোকিং কয়লা খনি রয়েছে”। সম্প্রতি এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী(Prahlad Yoshi) বলেন, “উন্নত দেশগুলির তুলনায় ভারত বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সবার নিচে রয়েছে এবং দেশের দূরতম গ্রামাঞ্চলেও সংযোগের ক্ষেত্রে সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপের কারণে ২০৪০ সালের মধ্যে দেশের বিদ্যুতের চাহিদা দ্বিগুণ হওয়ার আশা করা হচ্ছে। কয়লা আগামী à§©à§«-৪০ বছর দেশের জ্বালানির ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করবে”।

পাশাপাশি দেশে কয়লার ঘাটতি প্রসঙ্গে যোশী বলেন, “বৃষ্টির কারণে, কয়লার ঘাটতি ছিল, যার ফলে আন্তর্জাতিক বাজারে মূল্য বেড়ে প্রতি টন ৬০ টাকা থেকে ১৯০ টাকা হয়েছে। পরবর্তীতে, আমদানি করা কয়লার বিদ্যুৎ কেন্দ্রগুলি হয় à§§à§«-২০ দিনের জন্য বন্ধ থাকে অথবা খুব কম উৎপাদন করে। এটি দেশীয় কয়লার ওপর চাপ সৃষ্টি করে।”

 

Related articles

পোপ রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট: ঘোষণা ভাটিকান সিটির

ঘোষিত হল পরবর্তী পোপের নাম। ক্যাথলিক সম্প্রদায়ের নেতৃত্ব দেবেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। তাঁর ক্যাথলিক নাম লিও দ্য ফোর্টিন।...

রাজ্যের স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটি! কতদিন পর্যন্ত? জানুন

রাজ্যের সরকারি ও সরকার–সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে গরমের ছুটি এক সপ্তাহেরও বেশি বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হল। পশ্চিমবঙ্গ স্কুল...

নয়া কৃতিত্ব! সাইকেলে এভারেস্টের অন্নপূর্ণা বেস ক্যাম্পে প্রথম বাঙালি মেয়ে

একজন করলেন বিশ্বরেকর্ড। অন্যজন স্থান করে নিলেন বিশ্বে তিন নম্বরে। বিশ্বের প্রথম কমবয়সী বাঙালি মহিলা তথা প্রথম ভারতীয়...

১৬৫তম রবীন্দ্রজয়ন্তী উদযাপন: রাজ্যজুড়ে শ্রদ্ধাঞ্জলি, জোড়াসাঁকো থেকে বিধানসভায় অনুষ্ঠান

শুক্রবার দেশ জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। কবিগুরুর জন্মদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা...
Exit mobile version