নয়ডার পুজো: করোনার কাছে অত্মসমর্পণ নয়, সতর্ক থাকা জরুরি

করোনা পরিস্থিতিতে সমস্ত বিধি মেনেই চলছে দুর্গাপুজো। শুধুমাত্র রাজ্যে নয়, রাজ্যের বাইরেও হচ্ছে পুজো। তেমনই ‘স্যানিটাইজার, মাস্ক এবং সোশ্যাল ডিস্টান্সিং’– এই তিনটি জিনিসের উপরেই এ বার  নজর নয়ডার লোটাস বুলেভার্ড সাংস্কৃতিক সমিতির (LBBS) পুজোয়। এখানে তিন হাজার ফ্ল্যাটের এই সোসাইটির পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন— করোনার কাছে অত্মসমর্পণ করব না তবে অবশ্যই সতর্ক থাকব।

LBBS-এর সভাপতি এ সজ্জন জানিয়েছেন, পুজোর জাঁকজমক আবার অন্য সময় করা যাবে। এ বার পুজোর মূল ভাবনা অক্ষুণ্ণ রেখেই কিছু খরচ বাঁচিয়ে অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনকে চাঁদা দেওয়া হয়েছে অক্সিজেন সিলিন্ডার কেনার জন্য।

আরও পড়ুন: রাজ্যবাসীর মন জয়ের চেষ্টা! মহাষ্টমীতে বাংলায় শুভেচ্ছাবার্তা মোদির

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুধু রাজ্য কিংবা ভিন রাজ্যেই নয় দেশের বাইরেও বিভিন্ন জায়গায় পুজো হয়।

advt 19

 

Previous articleরাজ্যবাসীর মন জয়ের চেষ্টা! মহাষ্টমীতে বাংলায় শুভেচ্ছাবার্তা মোদির
Next articleদুর্গোৎসবে মাতলেন বিসিসিআই প্রেসিডেন্ট থেকে ফুটবলাররা