ফের এইমসে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

ফের এইমসে ভর্তি হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বুধবার বিকেলে দিল্লি এইমসে ভর্তি হন তিনি৷ কয়েক মাস আগে ৮৮ বছর বয়সী প্রবীণ কংগ্রেস নেতাকে এইমসে ভর্তি করা হয়েছিল৷ সেই সময় তাঁর করোনা হয়েছিল৷
টুইট করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন কংগ্রেস নেতারা৷ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া টুইট করে লিখেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অসুস্থতার খবর শুনে মন খারাপ হয়ে গেল৷ তার দ্রুত আরোগ্য কামনা করছি৷ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ ছান্নিও টুইট করে একই কথা লেখেন৷

আরও পড়ুন- ‘মিনিয়েচার’ পুজো, মণ্ডপে হাজির চিকিৎসক: অভিনব দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাসের দুর্গাপুজো
বুধবার বিকেল ৬টা ১৫ মিনিট নাগাদ এইমসে নিয়ে যাওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে৷ তাঁর হালকা জ্বর রয়েছে৷ সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিয়েছে৷ এইমসের কার্ডিও-নিউরো টাওয়ারে চিকিৎসক নীতিশ নায়েকের তত্ত্বাবধানে তিনি রয়েছেন৷
তবে মনমোহন সিংয়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কিছু নেই বলেই জানিয়েছেন জাতীয় কংগ্রেসে সম্পাদক প্রণব ঝা৷ টুইটে লেখেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়িয়েছে৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল৷ চিকিৎসা চলছে৷

advt 19

 

Previous articleচুঁচুড়ায় পুজোর থিমে ‘লক্ষ্মীর ভাণ্ডার’
Next articleতৃণমূলকে সমর্থন গোয়ার নির্দল বিধায়ক প্রসাদ গাওনকরের, ধন্যবাদ মমতা-অভিষেকের