চুঁচুড়ায় পুজোর থিমে ‘লক্ষ্মীর ভাণ্ডার’

করোনাকালে (Corona) ধুমধাম করে দুর্গাপুজো হচ্ছে না হুগলিতে (Hoogli)। তবে ছোট পরিসরেই পুজো করছেন উদ্যোক্তারা। সেখানেও থিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) চিন্তার ফসল ‘লক্ষ্মীর ভাণ্ডার’। চুঁচুড়ার বড়বাজারের আজাদহিন্দ ক্লাবে এবারের দুর্গাপুজোর মণ্ডপ লক্ষ্মীর ভাণ্ডারের আদলে তৈরি করা হয়েছে।

আরও পড়ুন- ‘মিনিয়েচার’ পুজো, মণ্ডপে হাজির চিকিৎসক: অভিনব দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাসের দুর্গাপুজো

এবারে এলাকার বাসিন্দাদের একাংশ ও ক্লাবের মহিলা সদস্যরা যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়েছেন, তারাই এই থিমটা বেছে নিয়েছেন। কোভিড বিধি মেনে চলছে পুজো-অঞ্জলি-আরতি।

advt 19

 

 

Previous article‘মিনিয়েচার’ পুজো, মণ্ডপে হাজির চিকিৎসক: অভিনব দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাসের দুর্গাপুজো
Next articleফের এইমসে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং