নাটকীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স

যতক্ষণ না শেষ হচ্ছে বলা কঠিন কে শেষ হাসি হাসবে।শেষ তিন ওভার টানটান উত্তেজনা। নাটকীয় ম্যাচে, শেষ এক বল বাকি থাকতে রাহুল ত্রিপাঠির ছয়ে দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়ে আইপিএলের ফাইনালে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। সামনে এখন একমাত্র প্রতিপক্ষ ধোনির চেন্নাই সুপার কিংস।
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান| প্রতিদিনের মতো এদিনও সফল নাইট বোলাররা।

শিখর ধওয়ানের ৩৬ এবং শ্রেয়স আইয়ারের ৩০ রান বাদ দিলে দিল্লি শিবিরের আর কেউই ২০ রানের গন্ডী টপকাতে পারেননি। ১৩৫ রানেই থেমে যেতে হয় দিল্লি ক্যাপিটালসকে। কম রানের লক্ষ্য| সহজ জয়ই আশা করেছিলেন সকলে।

আরও পড়ুন- অত্যাধিক ভিড়, আকর্ষণ কমাতে এবার নেভানো হল শ্রীভূমির বুর্জ খালিফার আলো

নাইট রাইডার্স শুরুটাও করেছিল মেজাজে। ১২ ওভার পর্যন্ত বিনা উইকেটে ৯০ রান ছিল নাইট রাইডার্সের। এদিনও সফল নাইটদের ওপেনিং জুটি। ৪১ বলে ৫৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন ভেঙ্কটেশ আইয়ার| যদিও ক্রিজে ছিুলেন শুভমন গিল।মাত্র ৪ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন তিনি| ১২৫ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন গিলও।তখন নাইট রাইডার্সের জিততে দরকার আর মাত্র ১০ রান|।
এরপরই যেন খেলার আসল ক্লাইম্যাক্স।পরপর উইকেট হারাতে থাকে নাইট রাইডার্স| দীনেশ কার্তিক, সুনীল নারিন, ইয়ন মর্গ্যান এবং শাকিব অল হাসান| পরপর চার তারকা শূন্য রানে সাজঘরে ফেরেন। ম্যাচের রং যেন হঠাৎই বদলে যায়। নাইট রাইডার্স নয়, দিল্লির দিকেই পাল্লাভারী হতে থাকে। একসময় মনে হচ্ছিল, ম্যাচ বোধ হয় দিল্লিই জিততে চলেছে।
খেলা গড়ায় শেষ ওভার পর্যন্ত| শেষ দুই বলে নাইটদের দরকার তখন ৬ রান। হাতে মাত্র ৩ উইকেট। রাহুল ত্রিপাঠির ওভার বাউন্ডারিতেই শেষপর্যন্ত স্বস্তি ফেরে নাইট শিবিরে। দিল্লিকে তিন উইকেটে হারিয়ে ফাইনালের ছাড়পত্র যোগার করে ফেলে কলকাতার নাইটরা| ৫৫ রান করে ম্যাচের সেরা ভেঙ্কটেশ আইয়ার।

advt 19

 

Previous articleঅত্যাধিক ভিড়, আকর্ষণ কমাতে এবার নেভানো হল শ্রীভূমির বুর্জ খালিফার আলো
Next articleব্রেকফাস্ট নিউজ