কাশ্মীরে গুলির লড়াই, জখম এক আধিকারিক-সহ দুই জওয়ান

জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় (jammu & Kashmir, Punch Sector) সেনার সঙ্গে জঙ্গিদের (Fire Battles between Indian Army & Terrorist) গুলির লড়াইয়ে দুই জওয়ান । তাঁদের মধ্যে এক জন আধিকারিক। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১০ অক্টোবর পুঞ্চ জেলায় জঙ্গিদের গুলিতে এক আধিকারিক-সহ পাঁচ জওয়ান নিহত হন। তার পর থেকেই ওই এলাকায় ব্যাপক তল্লাশি চলছে। জম্মু-পুঞ্চ সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ওই একই জঙ্গিদের সঙ্গে বৃহস্পতিবার গুলির লড়াই হয়েছে। গত চার দিন ধরে জঙ্গিদের পিছনে ধাওয়া করছেন জওয়ানরা। কিন্তু জঙ্গলে জঙ্গিদের খোঁজ পেতে সমস্যা হচ্ছে। যদিও ওই এলাকায় ঠিক কত জন জঙ্গি লুকিয়ে রয়েছে তা এখনও সেনার কাছে স্পষ্ট নয়। তল্লাশি অভিযান এখনো চলছে। সেনা জওয়ানদের মৃত্যুর খবর নিশ্চিত জানানো হয়েছে । তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি নিহত হয়েছে কী না জানা যায়নি।

advt 19

 

 

Previous articleজামিন হয়নি আরিয়ানের, ছেলের জন্য দুশ্চিন্তায় বিপর্যস্ত খান পরিবার
Next articleধর্ম যার যার, উৎসব সবার! কুমিল্লার ঘটনায় কড়া পদক্ষেপ নিয়ে রাজধর্ম পালন হাসিনার