কলকাতায়(Kolkata) জ্বালানির দামে নয়া রেকর্ড। শনিবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের (Petrol) দাম ৩৬ পয়সা ও ডিজেলের Diesel) দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বাড়ল। ফলে কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৬ টাকা ১০ পয়সা হল। ডিজেলের নতুন দাম হল লিটারে ৯৭ টাকা ৩৩ পয়সা।

আরও পড়ুন: রায়পুরে বিশেষ ট্রেনে বিস্ফোরণ: আহত ৬ জওয়ান, প্রশ্নের মুখে সেনা
বিগত একমাসে প্রায় প্রতিদিন বেড়েছে জ্বালানির দাম। ফলে জিনিসপত্রের দামও বেড়েছে হু হু করে। উৎসবের মরসুমে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় জিনিসপত্রেরও দাম বাড়ার আশঙ্কা করছে সাধারণ মানুষ। এই মাসে প্রায় প্রতিদিনই পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে এখনও পর্যন্ত অক্টোবর ২০২১-এ ১০ দিনে পেট্রোল ২.৮০ টাকা ও ডিজেলের দাম ৩.৩০ টাকা বৃদ্ধি পেয়েছে ৷

রাজধানী দিল্লিতে(Delhi) লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.১৪ টাকা ও ডিজেলের দাম ৯৩.৮৭ টাকা লিটার প্রতি দাঁড়িয়েছে৷ মুম্বইয়ে (Mumbai) পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ৩৪ ও ৩৭ পয়সা করে৷ মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোল-ডিজেলের দাম হয়েছে ১১১.৪৩ টাকা ও ডিজেল ১০২.১৫ টাকা। চেন্নাইয়ে (Chennai) এক লিটার পেট্রোলের দাম ১০২.৭০ টাকা ও ডিজেলের দাম ৯৮.৫৯ টাকা৷
