জ্বালানির দামে ছ্যাঁকা! রুটিন মেনেই দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

ফাইল ছবি

জ্বালানির জ্বালা!ফের রুটিন মেনেই দাম বাড়লো পেট্রোল-ডিজেলের। উৎসবের মরসুমে লাগাতার বেড়েই চলেছে জ্বালানির। তার প্রভাব পড়েছে বাজারেও। অতিমারী পর্বে বেলাগাম জ্বালানির দামবৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তর। আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৩৩ পয়সা এবং ডিজেলের দাম লিটারে বেড়েছে ৩৫ পয়সা বেড়েছে। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম হল লিটারে ১০৬ টাকা ৪৩ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম প্রায় সেঞ্চুরি ছুঁইছুঁই। আজ কলকাতায় ডিজেল  ৯৭ টাকা ৬৮ পয়সায় বিকোচ্ছে।

আরও পড়ুন:মোদি সরকারকে তোলাবাজ বলে নিশানা কংগ্রেস নেতা চিদম্বরমের

প্রতিদিনই রেকর্ড গড়ছে পেট্রোল-ডিজেলের দাম। উত্‍সবের মরসুমে ছ্যাঁকা দিচ্ছে পেট্রোপণ্যের দাম। আনন্দের মাঝেও বিষাদের সুর মধ্যবিত্তের গলায়। একদিকে রান্নার গ্যাসের দাম একশোর গণ্ডী পেরিয়ে এবার হাজার টাকার দিকে এগোচ্ছে। তারমধ্যে প্রায় রোজই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। ইতিমধ্যেই কেরলে ডিজেলের দাম ছাড়িয়েছে ১০০ টাকা। তারপরেই কংগ্রেস-সহ অন্যান্য দল কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। কংগ্রেস নেতা ভি ডি সাথীসান বলেন, তেলের দামবৃদ্ধি জন-বিরোধী রাজনীতির আদর্শ উদাহরণ। তাঁদের শোষণ করা হচ্ছে, যাঁরা অতিমারিতে বিপর্যস্ত। এটা দেশবাসীর বিরুদ্ধে অপরাধ।

advt 19

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজ , কাল, পরশু মহানগরে প্রবল বর্ষণের পূর্বাভাস