Thursday, August 21, 2025

দ্বাদশীর দিনে গঙ্গাবক্ষে জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Date:

দ্বাদশীর দিনে বিসর্জন চলাকালীন গঙ্গাবক্ষ থেকে জোড়া মৃতদেহ উদ্ধার করল রিভার ট্রাফিক পুলিশ। রবিবার একজনের দেহ ভেসে ওঠে কাশীপুর ঘাটে, অপরজনের সেহ বাজাকদমতলা ঘাটে ভাসতে দেখে স্থানীয়ারা। তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়।  ডুবুরি নামিয়ে বাজাকদমতলা ঘাটেই ওই দেহ দুটি টেনে এনে উদ্ধার করা হয়। ইতিমধ্যেই মৃতদেহ দুটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশের প্রাথমিক অনুমান,দিনকয়েক আগে তাদের মৃত্যু হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন:দোরগড়ায় জোড়া নিম্নচাপ, মোকাবিলায় নবান্ন’র চিঠি কলকাতায়, জেলায়

রবিবার সকাল থেকেই বাবুঘাট-সহ গঙ্গার ঘাটগুলিতে দুর্গা প্রতিমার বিসর্জন চলছে। জানা গিয়েছে, দ্বাদশীর সকালে দেহ দুটি গঙ্গায় ভেসে থাকতে দেখেন ঘাটে আসা কয়েকজন ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ডুবুরি নামিয়ে দেহ দুটিকে উদ্ধার করা হয়। দুই ব্যক্তির বয়স ৫০-৫৫-র মধ্যে হবে বলে জানিয়েছে পুলিশ। তবে কীভাবে তাঁদের মৃত্যু হল তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই দেহ দু’টিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, বিসর্জনের সময় মদ্যপ অবস্থায় গঙ্গায় নেমে এই বিপত্তি ঘটে থাকতে পারে। তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, দ্বাদশীর দিনে বিসর্জনের পালা অব্যাহত রয়েছে। ঘাটে ঘাটে মোতায়েন রয়েছেন কলকাতা পুরসভার কর্মী, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ।  প্রতিমা বিসর্জনের পাশাপাশি, সকাল থেকে গঙ্গার বিভিন্ন ঘাট পরিষ্কারের কাজ চলছে। ঘাট থেকে সরিয়ে ফেলা হচ্ছে প্রতিমার কাঠামো, ফুল-সহ বর্জ্য পদার্থ। সেইসঙ্গে চলছে আবর্জনা সাফাই।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version