Tuesday, November 11, 2025

বৃষ্টিতে নাজেহাল দিল্লি, উত্তরাখণ্ডে জারি রেড অ্যালার্ট

Date:

অসময়ের বৃষ্টিতে নাজেহাল অবস্থা দিল্লিবাসীর। অন্যদিকে, পাহাড়ে ধস নামার ফলে উত্তরাখণ্ডে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

রবিবার থেকে টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে ব্যাহত দিল্লির স্বাভাবিক জীবনযাত্রা। সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম কাজের দিনটিতেই জমা জল আর মারাত্মক যানজটের ফলে সেন্ট্রাল দিল্লি, এয়ারপোর্ট রোড-সহ বেশকিছু প্রধান প্রধান রাস্তা কার্যত থমকে গিয়েছে। জল জমেছে এয়ারপোর্টের কাছে আন্ডারপাসেও। সেখানে আটকে গিয়েছে বেশ কিছু গাড়ি। তবে শুধু দিল্লি নয়, একই অবস্থা উত্তরপ্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড-সহ আশপাশের সব রাজ্যেই। জাতীয় আবহাওয়া দফতর সূত্রে সোমবার দিনও বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে।

আরও পড়ুন-গড়িয়াহাটের জোড়া খুনে পরিচিতরাই: প্রাথমিক তদন্তে মত পুলিশের

এমনকী জম্মু-কাশ্মীর থেকে শুরু করে অরুণাচল প্রদেশ,পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশেও আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই পাহাড়ে ধস নামার ফলে উত্তরাখণ্ডে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

আগামী দু’দিনের জন্য চারধাম যাত্রাও বন্ধ রাখা হয়েছে। কেদারনাথ যাত্রায় যাঁরা সেখানে আটকে আছেন তাঁদের ফিরিয়ে আনার চেষ্টাও করা হচ্ছে। জাতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে নরেশ কুমার জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলেই দিল্লি-সহ আশপাশের এলাকার আবহাওয়ার এই পরিবর্তন। এই অবস্থা চলবে আগামী ৪৮ ঘণ্টা।

 

Related articles

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...
Exit mobile version