Saturday, August 23, 2025

‘দলকে আক্রমণাত্মক ফুটবল খেলাতে চাই’, বললেন লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ

Date:

এসসি ইস্টবেঙ্গলে ( Sc eastbengal) কোচ হওয়ার পর এই  প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ (Manolo Diaz)। আইএসএলের (ISL) প্রস্তুতি শুরুর করে দিয়েছেন দু’সপ্তাহ হল। দল নিয়ে স্প্যানিশ কোচ জানিয়ে দিলেন, দলকে আক্রমণাত্মক ফুটবল খেলাতে চান এবং গুরুত্বপূর্ণ ডার্বি জিততে চান সমর্থকদের জন্য।

দু’টি প্রস্তুতি ম্যাচে ভারতীয় ফুটবলারদের পারফরম্যান্সে খুশি লাল-হলুদ কোচ। দোভাষীর মাধ্যমে মানোলো বললেন, ‘‘আমাদের দলে অনেক দক্ষ ফুটবলার আছে। প্রত্যেকের পরিশ্রম করার ক্ষমতায় আমি খুশি। আমরা এখন খেলোয়াড়দের জানছি, সবাইকে বোঝার চেষ্টা করছি এবং পরীক্ষা নিচ্ছি। আগামী সপ্তাহগুলিতে আমাদের স্কোয়াড চূড়ান্ত করে ফেলব।’’

রবি ফাওলারের প্রশিক্ষণে গত মরশুমে সন্তোষজনক পারফরম্যান্স করতে পারেনি দল। তা নিয়ে যথেষ্ট অবগত হলেও অরিন্দম-চিমাদের কোচ বলে দিলেন, ‘‘গত মরশুম অতীত। আমরা ভাবছি এই মরশুম নিয়ে। গতবারের থেকে এবার উন্নত পারফরম্যান্স করতে চাই। কারণ, ইস্টবেঙ্গল ক্লাবের জন্য আমরা সেরাটা দিতে চাই।’’

জৈব সুরক্ষা বলয়ে থাকার অভিজ্ঞতা তাঁদের রয়েছে। তাই শারীরিক ও মানসিকভাবে তাঁর কোচিং টিম তৈরি বলেই জানিয়ে দিলেন স্প্যানিশ কোচ। একই সঙ্গে আগামী ২৭ নভেম্বর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি খেলার জন্য ইস্টবেঙ্গল যে তৈরি হয়ে যাবে তাও জানিয়ে দিতে ভুললেন না রিয়াল মাদ্রিদের জুনিয়র দলের প্রাক্তন কোচ। মানোলো বললেন, ‘‘ডার্বি খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা শুধু তিন পয়েন্ট পাওয়ার জন্য নয়, এই ম্যাচটা আমরা সমর্থকদের জন্য জিততে চাই। কিন্তু আমরা লিগের ২০টি ম্যাচেই ভাল ফল করার জন্য প্রস্তুত।’’

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে নজির গড়লেন ক‍্যাম্ফার, নিলেন চার বলে চার উইকেট

 

 

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...
Exit mobile version