Friday, November 14, 2025

জম্মু-কাশ্মীরের পাশাপাশি এবার অসমেও সন্ত্রাসবাদী হামলার ষড়যন্ত্র আইএসআইয়ের

Date:

জম্মু-কাশ্মীর মাটিতে লাগাতার জঙ্গি হামলার(Terror attack) শিকার হচ্ছেন ভিন রাজ্যের শ্রমিকরা। অন্যদিকে সমানতালে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে সেনাবাহিনী(Indian Army)। এহেন পরিস্থিতিতে মাঝেই এবার অসমে সর্তকতা জারি করল গোয়েন্দা বিভাগ। রিপোর্ট অনুযায়ী, গোয়েন্দা সংস্থা আইএসআই(ISI) উত্তর-পূর্বের রাজ্য অসমে এই হামলার ষড়যন্ত্র করছে। অসমের পাশাপাশি দেশের একাধিক রাজ্যে সন্ত্রাসবাদি হামলার পরিকল্পনা করা হয়েছে বলে খবর। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ইতিমধ্যেই গোটা অসমে সর্তকতা জারি করা হয়েছে।

অসম পুলিশের তরফের যে সতর্কবার্তা জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে, সেনাবাহিনী ও আরএসএস(RSS) কর্মীদের টার্গেট হিসেবে বেছে নিচ্ছে জঙ্গিরা। পাশাপাশি ধর্মীয় স্থান ও জমায়েত লক্ষ্য করে চালানো হতে পারে হামলা। এই গোটা ষড়যন্ত্রে নেপথ্যে রয়েছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। শুধু তাই নয়, সম্প্রতি আল-কায়েদার(Al Qaeda) প্রকাশিত একটি ভিডিও বার্তাতেও জানানো হয়েছে অসম ও কাশ্মীরে জিহাদের ডাক দিয়েছে সন্ত্রাসবাদি সংগঠনটি। ফলস্বরূপ আগাম খবর পেয়ে ইতিমধ্যে সতর্ক হয়ে উঠেছে অসম পুলিশের সমস্ত বিভাগ।

গোয়েন্দাদের তরফে যে রিপোর্ট প্রকাশ এসেছে সেখানে জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে ২১ সেপ্টেম্বরই বৈঠকে বসেছিল পাক গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সেখানেই ভারতীয়দের কীভাবে হত্যা করা হবে, তার ব্লু প্রিন্টও নাকি তৈরি করা হয়েছে।

আরও পড়ুন:লক্ষ্য ৪-০, ২৩ অক্টোবর থেকে উপনির্বাচনের প্রচার শুরু অভিষেকের

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version