দুবাইয়ের মাদাম তুসো মিউজিয়ামে উন্মোচিত হল কোহলির মোমের মূর্তি

আবারও মোমের মূর্তিতে ভারত অধিনায়ক বিরাট কোহলি ( virat kohli)। সোমবার দুবাইয়ের মাদাম তুসো মিউজিয়ামে উন্মোচিত হল কোহলির মোমের মূর্তি। ২০২০ সালে অস্ট্রেলিয়া সফরে রেট্রো ভারতীয় জার্সি পড়া বিরাট কোহলির অবিকল রুপ দেখা গিয়েছে এই মূর্তিতে। এই মূর্তির ফলে এই নিয়ে তিনটি মূর্তি বসল বিরাটের।

বর্তমান সময়ের সেরা ব্যাটার হিসেবে নিঃসন্দেহে বড় নাম বিরাট কোহলি । তিন ফর্ম্যাটেই ৫০ এর বেশি গড়, আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি শতরান – সব মিলিয়ে সর্বকালের সেরাদের মধ্যে পড়েন ভারত অধিনায়ক।

তবে এই মূর্তি প্রথম নয় বিরাটের। ২০১৮ সালে দিল্লির মাদাম তুসোয় প্রথম বিরাটের মোমের মূর্তি তৈরি হয়। তারপর ২০১৯ সালে ইংল্যান্ডের জাদুঘরে দ্বিতীয় মূর্তি তৈরি হয় ভারত অধিনায়কের।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ নিয়ে কী বললেন শাস্ত্রী?

advt 19