দফায় দফায় আলোচনার পরে আরজি করে ৩ বিভাগের স্নাতকোত্তরের পড়ুয়ারা যোগ দিলেন কাজে

কর্মবিরতি চলছেই। তবে মঙ্গলবার সন্ধ্যায় অবস্থার কিছুটা পরিবর্তন হল আরজি কর হাসপাতালের। কাজে যোগ পড়ুয়াদের একাংশের। দফায় দফায় আলোচনার পর তিনটি বিভাগের স্নাতকোত্তরে পাঠরত আন্দোলনকারীরা যোগ দিলেন কাজে। অর্থোপেডিক, সার্জারি ও স্ত্রীরোগ বিভাগে যোগ দিলেন তাঁরা। আরজি করের ইন্ডোর বিভাগের পরিষেবা কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

আরও পড়ুন- কেদারনাথে গিয়ে আটকে বাংলার পর্যটকরা, উত্তরাখণ্ড পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

advt 19