কর্মবিরতি চলছেই। তবে মঙ্গলবার সন্ধ্যায় অবস্থার কিছুটা পরিবর্তন হল আরজি কর হাসপাতালের। কাজে যোগ পড়ুয়াদের একাংশের। দফায় দফায় আলোচনার পর তিনটি বিভাগের স্নাতকোত্তরে পাঠরত আন্দোলনকারীরা যোগ দিলেন কাজে। অর্থোপেডিক, সার্জারি ও স্ত্রীরোগ বিভাগে যোগ দিলেন তাঁরা। আরজি করের ইন্ডোর বিভাগের পরিষেবা কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

আরও পড়ুন- কেদারনাথে গিয়ে আটকে বাংলার পর্যটকরা, উত্তরাখণ্ড পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
