বাড়ি বাড়ি পৌঁছচ্ছে মুখ্যমন্ত্রীর ‘বিজয়া’ চিঠি

ফেসবুক, হোয়াটসঅ্যাপের্ যুগেও মুখ্যমন্ত্রীর নামাঙ্কিত বিজয়ার শুভেচ্ছা চিঠি পৌঁছে যাচ্ছে সমাজের বিভিন্নস্তরের মানুষের কাছে। দলের মন্ত্রী, সাংসদ-বিধায়করা তো রয়েছেনই, অধ্যাপক, শিক্ষক, আইনজীবী এমনকি ছাত্র-ছাত্রীদের কাছেও পৌঁছচ্ছে মুখ্যমন্ত্রীর বিজয়ার শুভেচ্ছা বার্তা।
নিজের বিজয়া-বার্তায় প্রথমেই কোভিড নিয়ে রাজ্যবাসীর প্রতি কতৃজ্ঞতা জানিয়েছেন মমতা। তিনি লিখেছেন, ‘দুর্গাপুজো সম্পন্ন হল, বিশ্বব্যাপী অতিমারির মধ্যেই সচেতন দায়িত্ববোধের সঙ্গে পালিত হল আমাদের শ্রেষ্ঠ উৎসব। এই সচেতনতা ও সহযোগিতার জন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞ।’ সঙ্গে তিনি আরও লিখেছেন, ‘শান্তি ও সৌহার্দ্যের বাতাবরণে জগজ্জননীর আরাধনা সুষ্ঠু ও নির্বিঘ্ন ভাবে সমাধা হল, কঠিন পরিস্থিতিতে এ আমাদের সামগ্রিক গৌরব।’ দীপাবলি ও শ্যামাপূজার আনন্দে সতর্ক থাকার কথাও তাঁর বিজয়া-বার্তায় উল্লেখ করেছেন মমতা। এই বার্তায় রজ্যাবাসীকে ভাল থাকতে, সুস্থ ও আনন্দে থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী।

advt 19

 

 

Previous articleদফায় দফায় আলোচনার পরে আরজি করে ৩ বিভাগের স্নাতকোত্তরের পড়ুয়ারা যোগ দিলেন কাজে
Next articleমেন্টর ধোনিতে মজেছেন রাহুল, বললেন, মাহির প্রত্যাবর্তন দলের কাছে ইতিবাচক দিক