Thursday, August 28, 2025

মেন্টর ধোনিতে মজেছেন রাহুল, বললেন, মাহির প্রত্যাবর্তন দলের কাছে ইতিবাচক দিক

Date:

টি-২০ বিশ্বকাপে( T-20 world cup) ভারতীয় দলে ( india team) নতুন ভুমিকায় মহেন্দ্র সিং( ms dhoni) ধোনি। বিরাট কোহলিদের (virat kohli) মেন্টরের ভূমিকায় তিনি। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ধোনির এই প্রত্যাবর্তনকে দু’হাত তুলে স্বাগত জানাচ্ছেন কেএল রাহুল। বললেন ধোনির আসা দলের পক্ষে এটি একটি ইতিবাচক দিক।

বিশ্বকাপের ২২ গজে বল গড়ানোর আগে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন রাহুল। আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে ছশোর বেশি রান করার পর, সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ঝোড়ো হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। অধিনায়ক বিরাট কোহলিও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রোহিত শর্মার সঙ্গে রাহুলই ওপেন করবেন।
ডানহাতি ভারতীয় ওপেনার আবার মজে রয়েছেন ধোনিতে। কোনও রাখঢাক না করেই রাহুল বলছেন, ‘‘অবশ্যই এমএস ধোনির প্রত্যাবর্তন দলের কাছে দারুণ ইতিবাচক ঘটনা। আমরা ওঁর নেতৃত্বে খেলেছি। এবার মেন্টর হিসেবে পাচ্ছি। তবে অধিনায়ক থাকাকালীনও ধোনি আমাদের মেন্টর ছিলেন।’’

রাহুল আরও বলেন, ‘‘যখন অধিনায়ক ছিলেন, তখন ড্রেসিংরুমে ওঁর উপস্থিতি, ওঁর ঠান্ডা মেজাজ আমাদের দারুণ পছন্দের ছিল। কোনও সমস্যায় পড়লেই ওঁর কাছ থেকে সাহায্য পেতাম। ফের ড্রেসিংরুমে মাহি ভাইয়ের উপস্থিতি দারুণ উপভোগ করছি।’’ ভারতীয় ওপেনারের বাড়তি সংযোজন, ‘‘ওঁর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভাল লাগে। ওঁর ক্রিকেটীয় মস্তিষ্ককে পুরোপুরি কাজে লাগানোই আমাদের লক্ষ্য।’’

এদিকে, টিম ইন্ডিয়ার অন্দরমহলে সময়টা ভালই কাটাচ্ছেন ধোনি নিজেও। সোমবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের পর হঠাৎ করেই ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল ধোনির। বিশ্ব ক্রিকেটের দুই মহাতারকার আড্ডা দেওয়ার ছবি মঙ্গলবার নিজেদের ট্যুইটারে পোস্ট করেছে বিসিসিআই। নীচে ক্যাপশন দেওয়া হয়েছে—‘‘দুই কিংবদন্তির এক স্মরণীয় মুহূর্ত।’’

আরও পড়ুন:তৃতীয় প্রস্তুতি ম‍্যাচ নিয়ে কী বলছেন লাল-হলুদ বিদেশি টমিস্লাভ মর্চেলা?

 

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version