দুর্গাপুজোর রেশ ধরেই চেন্নাইয়ে (Channai) লক্ষ্মীর আরাধনা প্রবাসী বাঙালিরা। সাউথ মাদ্রাজ কালচারাল অ্যাসোসিয়েশনে করণা পরিস্থিতিতে ঘরোয়াভাবেই হল লক্ষ্মীপুজো। ৪৩ বছর ধরে তারা কোজাগরী লক্ষ্মীপুজোও করছে। পুজোর আহ্বায়ক দেবাশিস মুখোপাধ্যায়ের (Debashis Mukherjee) তত্ত্বাবধানেই এই পুজো হয়।

লক্ষ্মীপুজোয় আয়োজন, নৈবেদ্য সাজানো সবই করেন অ্যাসোসিয়েশনের মহিলা সদস্যরা। দোলা মুখোপাধ্যায়, অর্পিতা ঘোষ, তাপসী জালান, জয়িতা রায়, নূপুর ঘোষরা সকাল থেকে হাতে হাত লাগিয়ে সব আয়োজন করেন। ভোগ রান্নার দায়িত্ব পুরোহিত মহাদেব ভট্টাচার্যে স্ত্রী চন্দ্রানী ভট্টাচার্যের।

অ্যাসোসিয়েশনের সদস্য প্রদ্যুৎকুমার ঘোষ (Pradyutkumar Ghosh) জানান, এবছরে কোভিড (Covid) বিধিনিষেধ মেনে ব্যবস্থা নিয়ম-নিষ্ঠার সঙ্গেই এই পুজো করতে হচ্ছে।

আগামী বছরে এই কোভিড বিধিনিষেধ কাটিয়ে উঠে আবার সেই আগের মতোই স্বাভাবিক পরিবেশে পুজো করতে পারবেন বলে আশা অ্যাসোসিয়েশনের সদস্যদের।


আরও পড়ুন- সিকিমে বেড়াতে গিয়ে মৃত্যু হল বাঙালি পর্যটকের, শোকস্তব্ধ পরিবার

