Thursday, August 21, 2025

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং-কালিম্পং: রাস্তায় ধস, বাড়িতে ফাটল 

Date:

মেঘভাঙা বৃষ্টিতে দার্জিলিং-কালিম্পং (Darjeeling-Kalipmong) বিপর্যস্ত। পাহাড়ের অনেক রাস্তায় ধস নেমেছে। ফলে কালিম্পং-দার্জিলিঙের সঙ্গে অনেক জায়গার যোগাযোগ বিচ্ছিন্ন। বুধবারও দিনভর ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা। তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়া হচ্ছে। ফলে বহু অঞ্চল জলমগ্ন। জলপাইগুড়িতে (Jalpaiguri) লাল সর্তকতা জারি করা হয়েছে।

 

ত্রিবেণীর কাছে রাস্তার উপর দিয়ে তিস্তার জল বইছে। লাগাতার বৃষ্টিতে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। ফলে রোহিণী রোড ধরে যাতায়াত করতে হচ্ছে। ধস নেমে চিত্রের রাস্তায় বড় ফাটল দেখা দিয়েছে। শিলিগুড়ির মাটিগাড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর বালাসন সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। লাভা থেকে গরুবাথান যাওয়ার রাস্তা বন্ধ।

গত ২৪ ঘণ্টায় দার্জিলিঙে ২৩৩ মিলিমিটার, কালিম্পঙে ১৯৯, শিলিগুড়িতে ১৯৬ ও জলপাইগুড়িতে ১৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণে মাটি আলগা হয়ে ধস নেমেছে। দার্জিলিঙের ধোতরে, মানেভঞ্জন, রিমবিক, গোক, বিজনবাড়ি এলাকায় বিভিন্ন রাস্তায় এবং সেতুতে ধস নেমেছে। কালিম্পঙের অনেক বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে খবর।

এ ভাবে বৃষ্টি চললে আরও অনেক জায়গায় ধস নামতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের এলাকা ছাড়তে নিষেধ করা হয়েছে।

 

 

 

 

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...
Exit mobile version