Friday, November 14, 2025

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং-কালিম্পং: রাস্তায় ধস, বাড়িতে ফাটল 

Date:

মেঘভাঙা বৃষ্টিতে দার্জিলিং-কালিম্পং (Darjeeling-Kalipmong) বিপর্যস্ত। পাহাড়ের অনেক রাস্তায় ধস নেমেছে। ফলে কালিম্পং-দার্জিলিঙের সঙ্গে অনেক জায়গার যোগাযোগ বিচ্ছিন্ন। বুধবারও দিনভর ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা। তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়া হচ্ছে। ফলে বহু অঞ্চল জলমগ্ন। জলপাইগুড়িতে (Jalpaiguri) লাল সর্তকতা জারি করা হয়েছে।

 

ত্রিবেণীর কাছে রাস্তার উপর দিয়ে তিস্তার জল বইছে। লাগাতার বৃষ্টিতে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। ফলে রোহিণী রোড ধরে যাতায়াত করতে হচ্ছে। ধস নেমে চিত্রের রাস্তায় বড় ফাটল দেখা দিয়েছে। শিলিগুড়ির মাটিগাড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর বালাসন সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। লাভা থেকে গরুবাথান যাওয়ার রাস্তা বন্ধ।

গত ২৪ ঘণ্টায় দার্জিলিঙে ২৩৩ মিলিমিটার, কালিম্পঙে ১৯৯, শিলিগুড়িতে ১৯৬ ও জলপাইগুড়িতে ১৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণে মাটি আলগা হয়ে ধস নেমেছে। দার্জিলিঙের ধোতরে, মানেভঞ্জন, রিমবিক, গোক, বিজনবাড়ি এলাকায় বিভিন্ন রাস্তায় এবং সেতুতে ধস নেমেছে। কালিম্পঙের অনেক বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে খবর।

এ ভাবে বৃষ্টি চললে আরও অনেক জায়গায় ধস নামতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের এলাকা ছাড়তে নিষেধ করা হয়েছে।

 

 

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version