Wednesday, November 12, 2025

মমতাই পথ দেখিয়েছেন: উত্তরপ্রদেশে কংগ্রেসের মহিলাদের আসন বৃদ্ধিকে কটাক্ষ তৃণমূলের

Date:

২০১৯-এ যে পথ দেখিয়েছিলেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay), এবার সেই পথে হেঁটে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ৪০% আসনের মহিলা প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন কংগ্রেস (Congress) নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। এরপর এ বিষয়টিকে কটাক্ষ করে টুইটে (Twitte) সরব হয়েছে তৃণমূল।
দলের তরফ থেকে লেখা হয়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজনীতিতে মহিলাদের যোগদান বাড়ানো হয়েছে। আমরাই প্রথম দল যারা লোকসভায় মহিলাদের ৪০ শতাংশ আসন দিয়েছি। এটা অনুমেয় যে, এই কঠিন সময়ে কংগ্রেস অনুকরণ করার চেষ্টা করছে। কেউ আশা করতে পারে যে এটি আসল এবং অনুকরণ নয়। যদি তারা সত্যিই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবে, তাহলে উত্তরপ্রদেশের মতো সারাদেশেই ৪০ শতাংশ মহিলাদের দিক।”
বেশ কিছুদিন ধরেই তৃণমূলের তরফে বলা হচ্ছে, তারাই এখন প্রকৃত কংগ্রেস। শুধু তাই নয়, সারাদেশে বিজেপি বিরোধী জোটের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যতম প্রার্থী, কোনও কংগ্রেস নেতা-নেত্রী নন। হঠাৎ করে উত্তরপ্রদেশের নির্বাচনকে সামনে রেখে প্রিয়াঙ্কা গান্ধী মঙ্গলবার সেই রাজ্যে দলের ৪০ শতাংশ আসন মহিলাদের দেওয়ার কথা ঘোষণা করেন। এরপরেই  সরব হয় তৃণমূল। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বাংলায় মহিলাদের জন্য ৪০ শতাংশ আসন নির্দিষ্ট করেছেন।
শুধু তাই নয়, প্রশ্ন উঠছে কেন শুধু উত্তর প্রদেশেই এই মডেল চালু করতে চাইছেন প্রিয়াঙ্কা গান্ধীরা। যদি তাদের সদিচ্ছা থাকে, তাহলে সারা দেশেই এই মডেল চালু করুক কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে, দুর্দিনে এখন তৃণমূল সুপ্রিমোর দেখানো পথেই হেঁটে হালে পানি পেতে চাইছে কংগ্রেস।

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version