Saturday, November 8, 2025

হেলিকপ্টারে উত্তরাখণ্ডের দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখে সাহায্যের আশ্বাস শাহের

Date:

Share post:

প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ অবস্থা উত্তরাখণ্ডের(Uttarakhand)। বন্যায় এখনো পর্যন্ত ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে দেবভূমে। প্রায় ৪ হাজার গ্রাম বন্যাকবলিত(flood situation)। ভয়াবহ এহেন পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন হেলিকপ্টার উত্তরাখণ্ডের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। তাই দু’ঘণ্টা গোটা এলাকা ঘুরে দেখার পর দুর্গত মানুষদের সাহায্যের সমস্ত রকম আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister)।

পাশাপাশি এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেন, “প্রায় দু’ঘণ্টা আমি বন্যাকবলিত অঞ্চল গুলি ঘুরে দেখেছি ভারত সরকারের তরফ থেকে সঠিক সময়ে রাজ্য প্রশাসনকে সতর্কবার্তা পাঠানো হয়েছিল যার জন্য ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকখানি কম হয়েছে। যদিও এই দুর্যোগের জেরে ৬৪ জনের মৃত্যু দুর্ভাগ্যজনক। এখনো পর্যন্ত ১১ জন মানুষ নিখোঁজ রয়েছেন।”অমিত শাহ আরও বলেন গত ১৬ তারিখ কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য সরকারকে সতর্ক বার্তা পাঠানো হয়। যার ফলে বহু প্রাণহানি আটকানো গিয়েছে। ইতিমধ্যে অনেক রাস্তাঘাট খুলে দেওয়া হয়েছে। যে সকল জায়গায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলি মেরামতের কাজ চলছে। ৬০ শতাংশের বেশি এলাকায় বিদ্যুৎ পরিষেবা চালু হয়েছে। বহু জায়গায় পাওয়ার স্টেশন ডুবে গিয়েছে যার ফলে বিদ্যুৎ পরিষেবা চালু করতে সমস্যা হচ্ছে। ৮০% এলাকায় টেলিফোন পরিষেবা চালু হয়ে গিয়েছে। বেশ কিছু জায়গায় পাহাড় কেটে নতুন রাস্তা তৈরি করতে হবে, কারণ ভূমিধসের জেরে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সকল অঞ্চল।

অন্যদিকে উত্তরাখণ্ডের এলাকা বৃহস্পতিবারই আকাশ সফরে ঘুরে দেখেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই মৃতের পরিজনকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। যাদের বাড়িঘর সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে তাদের ১.৯০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। যে সকল কৃষক তাদের গৃহপালিত পশু হারিয়েছেন তাদের ও ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে।

advt 19

 

spot_img

Related articles

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...

বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি বাধ্যতামূলক, বিএলওদের ওপর কড়া নজর কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া ঘিরে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছিল, অনেক বিএলও...

প্রাথমিক-মাধ্যমিক শিক্ষক সেলের নয়া কমিটি ঘোষণা তৃণমূলের

তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষক সেলের রাজ্য সভাপতির নিয়োগ, জেলা মাধ্যমিক শিক্ষক সেলের সভাপতিদের তালিকা এবং পশ্চিমবঙ্গের রাজ্য মাধ্যমিক...