Monday, May 5, 2025

মোদি-শাহ নয়, খড়দহে প্রয়াত তৃণমূল নেতার ছবিই ভরসা বিজেপির! দেউলিয়াপনা বলছে তৃণমূল

Date:

Share post:

বিজেপির দেউলিয়া রাজনীতি! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহের মুখে প্রত্যাখ্যান করেছে এই বাংলার মানুষ। সেটা বুঝে গিয়েছে গেরুয়া শিবিরও। তাই এ রাজ্যের এক বিজেপি প্রার্থী মোদি-অমিত শাহের পরিবর্তে প্রয়াত তৃণমূল নেতার ছবিকে সুকৌশলে ব্যবহার করে মানুষের কাছে ভোট চাইছেন।

হ্যাঁ, এমনই ঘটনা ঘটছে খড়দহ উপনির্বাচনে। যেখানে গেরুয়া শিবিরের প্রার্থী জয় সাহা প্রয়াত তৃণমূল নেতা কাজল সিনহার ছবি ব্যবহার করছেন ভোট প্রচারে। সোশ্যাল মিডিয়ায় ভোট প্রচারে কাজল সিনহার ছবির সঙ্গে নিজের ছবি এবং বিজেপির দলীয় প্রতীক পদ্মফুল চিহ্ন ব্যবহার করেছেন জয় সাহা। সেক্ষেত্রে প্রয়াত তৃণমূল নেতার পরিবারের কারও থেকে কোনও অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি বিজেপি প্রার্থী। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন প্রয়াত কাজল সিনহার স্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেস নেত্রী নন্দিতা সিনহা।

বিজেপি প্রার্থীর এমন কাজকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “কাজল সিনহার অকাল প্রয়াণে খড়দহ ভোট হচ্ছে। এটা আসলে বিজেপির দেউলিয়া রাজনীতি। এটা কোনও পার্টি নাকি? যাদের নিজেদের কোনও মুখ নেই, যুক্তি নেই, কথা নেই তারাই এমন করে। এর থেকে প্রমাণিত বিজেপি ও তাদের প্রার্থীর কোনও ভোট পাওয়ার যোগ্যতা নেই। ভোটের নামে এদের এই ছেলেখেলা মানুষ মেনে নেবে না।”

কুণাল ঘোষ আরও বলেন, মোদি-অমিত শাহদের মুখ আর কাজে আসছে না। তাঁর কথা, “দলের নেতা-মন্ত্রী-পরিষদীয় নেতাদেরকে বিশ্বাস করেন না বিজেপির প্রার্থীরা। বিজেপি নেতার মুখ দিয়ে প্রচার করলে জামানত জব্দ হবে। সেই জন্য সস্তা রাজনীতি। তাই অকাল প্রয়াত কাজল সিনহার ছবি দিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা। যদি দুটি ভোট আসে। কিছুই হবে না গো-হারা হারবে।”

তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য কিংবা সুদীপ রাহা বিজেপি প্রার্থীর এমন কাজের তীব্র নিন্দা করেছেন। প্রত্যেকের বক্তব্য, এই ঘটনা বিজেপির দেউলিয়া রাজনীতির সাক্ষী।

advt 19

 

 

spot_img

Related articles

ভূমিকম্পের পূর্বাভাস মিলবে সংখ্যাতত্ত্বে, গবেষণায় অভূতপূর্ব সাফল্য বাঙালি অধ্যাপকের

জলবায়ু ও আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস মিললেও, ভূমিকম্প(Earthquake) বা অগ্ন্যুৎপাতের আগাম সতর্কবার্তা দেওয়া কার্যত অসম্ভব ছিল বিজ্ঞানীদের কাছে। সেই...

বড়বাজারের অগ্নিকাণ্ডের জের! সমস্ত হোটেল-স্কুলে ফায়ার সেফটি অডিট করার সিদ্ধান্ত রাজ্যের 

বড়বাজারের ঋতুরাজ হোটেলে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যজুড়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। অগ্নিকাণ্ডে ১৪ জনের মর্মান্তিক মৃত্যুর প্রেক্ষিতে এবার রাজ্যের...

হিমালয়ের হিমবাহ গলে বাড়ছে সমুদ্রের জলস্তর, বিপদে ভারতও

বিশ্ব উষ্ণায়ন(Global Warming) থেকে রক্ষা নেই হিমালয়ের(Himalaya) সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টেরও(Mount Everest)। এভারেস্টের উচ্চতম হিমবাহ সাউথ কোলও দ্রুত গলছে।...

বিজেপির হিন্দুত্বের মুখোশ খুলে গেছে : জয়প্রকাশ

দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি। অহেতুক কুৎসা রটনা যেন সহজাত হয়ে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের।...