সদ্যোজাত শিশুকন্যাকে জন্মের এক দিনের মধ্যেই শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তার মায়ের বিরুদ্ধে। অভিযোগ, নিজের মেয়েকে হাসপাতালের বেডে বালিশ চাপা দিয়ে খুন করেছেন দক্ষিণ বন্দর এলাকার বাসিন্দা লাভলি সিংহ। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে একবালপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:বাংলাদেশে ভয়াবহ হিংসার ঘটনায় নীরব মোদি সরকারকে তীব্র আক্রমণ সুব্রহ্মণ্যম
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে শিশুকন্যার জন্ম দেন ২১ বছরের লাভলি। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, শিশুকন্যা হওয়ার পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন লাভলি। বুধবার সকালে তাঁর স্বামী অজয় সিংহ চা আনতে হাসপাতালের বাইরে বেরোনোর পর ফিরে এসে দেখেন, হাসপাতালের কেবিনে আয়া এবং নার্সদের ভিড় দেখতে পান। এরপর যা শোনেন তা তাঁর কাছে রীতিমত মর্মান্তিক। নার্সদের কাছ থেকেই জানতে পারেন যে তাঁর শিশুকন্যার মৃত্যু হয়েছে। পড়ে আছে নিথর দেহ। আর তাকে খুন করেছে তার মা।

চিকিৎসকদের দাবি, মঙ্গলবার রাত সাড়ে ১২টা পর্যন্ত ওই শিশুকে পরীক্ষা করা হয়েছে। সে সময় শিশুটি সুস্থসবলই ছিল। তবে বুধবার সকালে ওই শিশুটির নিথর দেহ পাওয়া যায়।
