যে কোনও মুহূর্তে বাংলায় পুরসভা ভোট ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। ঠিক তার আগেই রাজ্যে বাড়ল আরও দুটি পুরসভা। দুটোই উত্তরবঙ্গে। ময়নাগুড়ি ও ফালাকাটা।

ইতিমধ্যেই এই দুই পুরসভার সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে সংরক্ষণের কাজ। নভেম্বরের মধ্যেই এই কাজ সম্পন্ন হয়ে যাওয়ার কথা। নতুন এই দুটি পুরসভাকে নিয়ে সবমিলিয়ে রাজ্যে বর্তমানে পুরসভার সংখ্যা দাঁড়াল ১২৭টি। তবে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, আগের পুরসভাগুলির বকেয়া নির্বাচন ডাকা হলেও ২০২২ সালের আগে নতুন এই দুই পুরসভার ভোট করা এখনই করা যাবে না।

আরও পড়ুন- কেউ বঞ্চিত হবে না! লক্ষ্মীর ভাণ্ডার নথির আরও সরলীকরণের পথে রাজ্য
