টি-২০ ফর্ম‍্যাটে বিরাটের অধিনায়কত্ব ছাড়া নিয়ে কী বললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়?

আসন্ন টি-২০ বিশ্বকাপের( T-20 world cup) পরই ২০ ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন বিরাট কোহলি ( Virat kohli)। বিরাট কোহলির এই সিদ্ধান্তে অবাক হয়েছিল ক্রিকেটপ্রেমীরা। এমনকি বিরাটের এই সিদ্ধান্তে অবাক হয়েছিলেন স্বয়ং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও ( Sourav Ganguly)। এদিন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।

এদিন বিসিসিআই প্রেসিডেন্ট বলেন,” আমি বিরাটের এই সিদ্ধান্তে সত‍্যিই অবাক হয়েছিলাম। এই সিদ্ধান্ত নিশ্চই ইংল‍্যান্ড সফরের পরই নেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ ওর নিজের সিদ্ধান্ত। বিসিসিআইয়ের তরফ থেকে কোন চাপ ছিল না। আমি নিজে একজন খেলোয়াড় হওয়ায় আমি বুঝতে পারি যে, খুবই কঠিন দীর্ঘ সময় ধরে তিন ফর্ম‍্যাটে অধিনায়ক হিসাবে থাকা।”

শেষ কয়েক ম‍্যাচ ধরে ব‍‍্যাটে রান নেই বিরাটের। এই নিয়ে বিরাটের পাশে দাঁড়িয়ে সৌরভ বলেন,” এমনটাই হয়ে থাকে। বিরাট ১১ বছর ধরে খেলছে। সবসময় সবার ফর্ম এক হয়না। যদি আপনি দীর্ঘসময় ধরে খেলেন, ওঠানামা চলতে থাকে কেরিয়াড়ে।”

আরও পড়ুন:বাতিল হওয়া ভারত-ইংল‍্যান্ড পঞ্চম টেস্ট ম‍্যাচ হবে জুলাইয়ে, জানাল ইসিবি

advt 19

 

 

Previous articleকেউ বঞ্চিত হবে না! লক্ষ্মীর ভাণ্ডার নথির আরও সরলীকরণের পথে রাজ্য
Next articleউত্তরবঙ্গে আরও ২টি নতুন পুরসভা!