Monday, January 12, 2026

ত্রিপুরার জন্য তৃণমূল: নির্বাচনকে নজর রেখে আগরতলা থেকে শুরু জনসংযোগ কর্মসূচি

Date:

Share post:

সামনে ত্রিপুরার(Tripura) পুরসভা নির্বাচন। প্রথমবারের জন্য ত্রিপুরার মাটিতে এই নির্বাচনে অংশগ্রহণ করছে ঘাসফুল শিবির(TMC)। আর সেই লক্ষ্যে বিজেপির(BJP) বিরুদ্ধে কোমর বেঁধে লড়াইয়ে নামতে ত্রিপুরায় জনসংযোগ কর্মসূচি ‘ত্রিপুরার জন্য তৃণমূল’ ঘোষণা করেছিল স্থানীয় নেতৃত্ব। সেই অনুযায়ী শুক্রবার থেকে শুরু হল নয়া কর্মসূচি। আজ সকালে আগরতলা লেক চৌমহনী বাজার থেকে কর্মসূচীর সূচনা হয়। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব(Sushmita Dev), সুবল ভৌমিকের(Subal Bhaumik) মত শীর্ষ নেতৃত্বরা।

এদিন জনসংযোগ কর্মসূচির সূচনা পর্বে সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে তৃণমূলের রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব বলেন, “আজকে আমরা তৃণমূলের নতুন কর্মসূচি ‘ত্রিপুরার জন্য তৃণমূল’ শুরু করেছি। এই উপলক্ষে আমরা ত্রিপুরার সাধারণ মানুষকে বলতে চাই তৃণমূল কংগ্রেস ত্রিপুরাবাসীর জন্য আছে এবং থাকবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনের বার্তা আমরা ত্রিপুরার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই জনসংযোগ শুরু করেছি। আগরতলা লেইক চৌমহনী বাজার থেকে কর্মসূচীর সূচনা হয়েছে। এখান থেকে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ব্লক এর প্রত্যেকটা বাজারে যাব এবং তৃণমূলের যে সুশাসনের বার্তা সেটা পৌছে দেবো মানুষের কাছে। আমার বিশ্বাস আগামী পৌরসভা নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে তৃণমূলের পুরোবোর্ড হবে তৃণমূলের সরকার হবে।”

পাশাপাশি সুবল ভৌমিক বলেন, “আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ১০ দিনের কর্মসূচি দিয়েছেন। আজ আগরতলা থেকে আমাদের এই কর্মসূচির সূচনা হলো। বিগত চার বছরে এই বিজেপি সরকার সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে। মানুষ শান্তিতে ঘুমোতে পারছেনা। বিশেষ করে আগরতলা শহরে অরাজক অবস্থা তৈরি করা হয়েছে। গুণ্ডাবাহিনী দিয়ে সাধারন মানুষকে ধমকানো চমকানো চলছে। আগরতলা পুরোপরিষদের কোনও পরিষেবা নেই এখানে। গোটা এলাকায় চতুর্দিকে জঞ্জালের স্তুপ। এই অবস্থায় মানুষ পরিবর্তন চাইছে। জনগণ আমাদের পাশে রয়েছে, আমরা নিশ্চিত আমরা লড়ব এবং জিতব।”

advt 19

 

spot_img

Related articles

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...