Thursday, November 13, 2025

ভেঙে গেল ভারতের সাধুসন্ন্যাসীদের শীর্ষ সংগঠন অখিল ভারতীয় আখড়া পরিষদ।সংগঠন ভেঙে দুভাগ হয়ে গিয়েছে।১৩টি আখড়ার মধ্যে সাতটি আখড়া আলাদাভাবে সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য পদাধিকারীদের নিজেরাই নির্বাচিত করেছে।নির্মোহী, নির্বাণী, দিগম্বর, মহানির্বাণী, অটল, বড়া উদাসীন এবং নির্মল– এই সাত আখড়া নিয়ে একটি অংশ তৈরি হয়েছে।আখড়া–জুনা, নিরঞ্জনী, আবাহন, আনন্দ, অগ্নি এবং নয়া উদাসীন এই ছটি নিয়ে আর একটি অংশ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার হরিদ্বারে অখিল ভারতীয় আখড়া পরিষদের সহ সভাপতি দেবেন্দ্র সিং শাস্ত্রীর পৌরোহিত্যে একটি বৈঠক হয়।মহানির্বাণী আখড়ার মোহন্ত রবীন্দ্র পুরীর নাম সভাপতি ও নির্মোহী আখড়ার মোহন্ত রাজেন্দ্র দাসের নাম সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়।

আরও পড়ুন- ত্রিপুরায় প্রশাসনের মদতেই তৃণমূলের উপর হামলা! ডিজিকে ডেপুটেশন সুস্মিতা সহ নেতৃত্বের
কিন্তু কেন এইভাবে দুটি অংশে ভাগ হয়ে গেল সংগঠন? দিগম্বর আখড়ার বাবা হঠযোগী অভিযোগ করেন, অখিল ভারতীয় আখড়া পরিষদে বিভিন্ন পদ নির্বাচনে তাঁরা বরাবরই অবহেলিত। তাই নিজেদের পছন্দ অনুযায়ী পদাধিকারী বেছে নিয়েছেন তাঁরা। তিনি জানিয়েছেন, সাত আখড়ার প্রধানরাও চেয়েছিলেন যে, সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক মোহন্ত হরি গিরিকে বদল করা হোক।

যদিও দুদিন পর ২৫ অক্টোবর প্রয়াগরাজে অখিল ভারতীয় আখড়া পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল। গত মাসে প্রয়াত হন পরিষদের সভাপতি নরেন্দ্র গিরি। তার উত্তরসূরি বেছে নেওয়ার জন্য বৈঠক হওয়ার কথা ছিল।এইভাবে পদাধিকারীর নাম ঘোষণা প্রসঙ্গে মোহন্ত হরি গিরি বলেছেন, নাম ঘোষণা কোনওমতেই গ্রহণযোগ্য নয়।এটি সংগঠনের সংবিধান বিরোধী।প্রসঙ্গত, আখড়া পরিষদের প্রথা হল, কোনও সভাপতির মৃত্যু হলে সেই আখড়া থেকেই কাউকে পরবর্তী সভাপতি বেছে নেওয়া হয়। প্রয়াত নরেন্দ্র গিরি ছিলেন নিরঞ্জনী আখড়ার প্রধান।
যদিও চলতি বছরে মহাকুম্ভের সময় তিনটি আখড়া– নির্মোহী, নির্বাণী এবং দিগম্বর আখড়া পরিষদ থেকে বেরিয়ে গিয়েছিল। তিনটি আখড়াই বৈরাগী বৈষ্ণব ঐতিহ্য মেনে চলে।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version