Saturday, November 8, 2025

জ্বালানির জ্বালা! সেঞ্চুরির গণ্ডি পার করে ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেল

Date:

Share post:

ঝড়ের গতিতে দাম বাড়ছে জ্বালানির। পরপর টানা ৫ দিন দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। রবিবার রাজ্যের ৭ জেলায় ১০০-র গণ্ডি পেরলো ডিজেল। জ্বালানির মূল্য বৃদ্ধি রোজকারনামচা হওয়ায় মাথায় হাত মধ্যবিত্তর। অতিমারী পর্বে জ্বালানির জ্বালায় পেটে টান পড়ছে আমজনতার।

আরও পড়ুন:বাড়ছে সংক্রমণ, করোনা রুখতে রাজ্যে কনটেইনমেন্ট জোন তৈরির নির্দেশ মুখ্যসচিবের

রবিবার ঝাড়গ্রামেও সেঞ্চুরি করল ডিজেল। আজ ঝাড়গ্রামে রেকর্ড দরে বিকোচ্ছে পেট্রোল-ডিজেল। সেখানে আজ লিটার প্রতি পেট্রোলের দাম  ১০৮ টাকা ৯৪ পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ১৬ পয়সা। পুরুলিয়ায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০৯ টাকা ২৪ পয়সা, ডিজেলের দাম ১০০ টাকা ৪৮ পয়সা। দার্জিলিঙে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ১০৯ টাকা ৬৪ পয়সা দরে, সেখানে ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ৬৪ পয়সা।আলিপুরদুয়ারে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৯ টাকা ২৯ পয়সা, ডিজেলের দাম লিটারে ১০০ টাকা ৫২ পয়সা। কোচবিহারে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ১০৯ টাকা ১৭ পয়সা দরে, সেখানে ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ৪০ পয়সা। কৃষ্ণনগরেও পেট্রোলের রবিবাসরীয় দাম ১০৯ টাকা ২৬ পয়সা এবং ডিজেলের দাম ১০০ টাকা ৪৯ পয়সা।মুর্শিদাবাদে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ১০৯ টাকা ৯ পয়সা দরে, সেখানে ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ৩৩ পয়সা।

কলকাতায় দুদিন বিরতি দিয়ে পর পর পাঁচদিন জ্বালানির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। রবিবার লিটারে ৩৩ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের নতুন দাম হল ১০৮ টাকা ১১ পয়সা।তবে সেঞ্চুরি না করলেও তার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ডিজেলও। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ৪৩ পয়সা। পরিসংখ্যান বলছে, শুধু অক্টোবরেই কলকাতায় ডিজেলের দাম বেড়েছে লিটারে প্রায় ৬ টাকা। গত ২৩ দিনে পেট্রোলের দাম লিটারে বেড়েছে সাড়ে ৫ টাকারও বেশি। এমতাবস্থায়  ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, কলকাতায় ডিজেল ১০০ টাকা ছুঁলে, ১ ঘণ্টা বন্ধ রাখা হবে পেট্রোল পাম্প।

সাধারণত পণ্য-সহ যেকোনও পরিবহণে ডিজেলেরই ব্যবহার বেশি হয়ে থাকে। তাই ডিজেলের দাম বাড়লে নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে অনান্য জিনিসের দাম বাড়বে বলে আশঙ্কা করাই যায়। একদিকে অতিমারী পর্ব , অন্যদিকে রুটিন মাফিক পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির জেরে অগ্নিমূল্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। ইতিমধ্যেই টমেটোর দাম কেজিতে ১০০ টাকা, পেঁয়াজ হাফ সেঞ্চুরি পেরিয়েছে। কুড়িতে পৌঁছে গেছে আলু। সর্ষের তেল ডবল সেঞ্চুরি করেও ছুটছে। সবমিলিয়ে রুটিন মেনে জ্বালানির দাম বাড়ায় মধ্যবিত্তর মাথায় হাত। সংসার চলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে আমজনতাকে। কবে এর থেকে মুক্তি মিলবে সে প্রশ্নের উত্তর এখনও অধরা।
advt 19

spot_img

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...